Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৩, ২৪ জুন ২০২৪

মৌলভীবাজারে একদিনে নদী থেকে ২ শিশুর লা শ উদ্ধার 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজার সদর উপজেলার বারাক নদী থেকে আজিজুল (৬) নামে এক শিশুর মৃ*তদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। একইদিন সকালে কনকপুর থেকে আরেকটি শিশুর মৃ*তদেহও উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে একই দিনে দুইটি ম*রদেহ উদ্ধার করা হলো। 

সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার শিশু আজিজুল মৃত উদ্ধার করা হয়। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানোর ছেলে। 

স্থানীয়রা জানান আজ সকালে আজিজুল বরাক নদীতে সাকু পাড় হতে গিয়ে পড়ে যায় তখন স্থানীয় লোকজন খোঁজাখোজি  করলে তার কোন সন্ধান পাওয়া যায় না। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালিয়ে মৃ*তদেহ উদ্ধার করে। 

এদিকে এর আগে সোমবার সকালে কনকপুর ইউনিয়নে মনু নদীর পাশ থেকে লিমন শেখ (১২) এর লা-শ উদ্ধার করা হয়। লিমন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. মনির শেখের ছেলে। 

জানা গেছে, লিমন শেখ গত শনিবার স্লুইসগেট এলাকায় মনু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। ওইদিন ডুবুরিরা দীর্ঘক্ষণ খোঁজাখুজি করেও লিমনের মৃ*তদেহ পায়নি। এর দুইদিন পর আজ সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কনপুর ইউনিয়নে তাঁর লা*শ পান স্থানীয় গ্রামবাসীরা। পরে পুলিশ এসে লা*শটি উদ্ধার করে। নিখোঁজের প্রায় ৪৩ ঘণ্টা পর উদ্ধার হয় লিমনের লা*শ। 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লা*শ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়