মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে যুব ফোরামের সংলাপ
ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাচন শান্তি-সম্প্রীতির মধ্য দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে যুব ফোরামের সঙ্গে প্রার্থীদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২মে) দুপুওে কমলগঞ্জ উপজেলার জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গনে যুব ফোরাম কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এবং নাগরিক প্ল্যাটফর্ম মৌলভীবাজারের সার্বিক সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে ও সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় প্রথমে যুবদের প্রত্যাশা নিয়ে যুবদের প্রশ্নের জবাবে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রদপ্রার্থী চা জনগোষ্ঠির নেত্রী গীতা রানী কানু, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রদপ্রার্থী ও উপজেলা দূণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রদপ্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিলকিছ আক্তার।
সংলাপ অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা যুব ফোরামে সদস্য সুমন রবী দাশ ও লিটন এবং তাহমিনা আক্তার তানিয়া।
জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য আহমদ সিরাজ, নাগরিক প্লাটফর্মের সদস্য কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মো.
মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার প্রেস ক্লাবে সম্পাদক পান্না দত্ত, রপান্তর আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার মনিটরিং অফিসার লাইলী আক্তার, সিলেট বিভাগীয় ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক, মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মুনজিলা প্রমুখ।
সভায় বক্তারা নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীদের নিয়ে একসাথে এমন ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন,এবং সকল প্রার্থী অংঙ্গিকার করেন যে নির্বাচন কালিন সময় তারা শান্তি-সম্প্রীতি রক্ষায় সচেষ্ট থাকবেন এবং যুবদের সাথে নিয়ে আগামী দিনে পথ চলবেন। আগামীতে যুবদের নেতৃত্বস্থানে আনার জন্য যুবদের নিয়ে কাজ করবেন।
সংলাপ শেষে প্রার্থীদেও নিয়ে যুবরা কমলগঞ্জ শহওে বর্নাঢ্য র্যালী ও মানববন্ধন অনুষ্ঠান পালন করে। মানববন্ধন ও র্যালী কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ,ও রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেকার আহমদ বদরুল সহ শহরের গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’