Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ২৫ মে ২০২৪

কুলাউড়ায় কিশোর-কিশোরী ক্লাবের পুরস্কার বিতরণ

অতিথিত কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন একজন প্রতিযোগী। ছবি- আই নিউজ

অতিথিত কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন একজন প্রতিযোগী। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়ায় কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। এসময় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার। 

অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আপেল মাহমুদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম, থানার এএসআই আসাদুজ্জামান নুরু, শিশু কিশোর ক্লাবের ফিল্ড সুপারভাইজার ইসমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৪টি ক্লাবের সদস্যদের মধ্যে ১৫ জন বিজয়ী প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনওসহ অতিথিরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়