Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ৩০ মে ২০২৪

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন ফলাফল

শ্রীমঙ্গলে চেয়ারম্যান পদে কে কতো ভোট পেলেন

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া তিন প্রার্থী।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া তিন প্রার্থী।

মৌলভীভাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভানু লাল রায়।

বুধবার (২৯ মে) ভোটগণনা শেষ প্রাথমিকভাবে ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটাভুটি শেষ হয় বিকেল চারটায়। এরপর ভোটগণনা চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। 

প্রাথমিক ফলাফলে দেখা যায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে বিজয়ী ভানু লাল রায় পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের মো. আছকির মিয়া পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। অপর প্রার্থী প্রেম সাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ৩১ হাজার ৩৪টি ভোট পেয়েছেন। 

নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৫৭৯। এরমধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ৬২৪ ভোট।  প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৪৪১। মোট ভোটকেন্দ্র ছিল ৮৭টি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়