Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ১৩ জুন ২০২৪

সৈয়দ শাহ মোস্তফা পৌর ঈদগাহে ঈদুল আজহায় ৩টি জামাত

সৈয়দ শাহ্ মোস্তফা (র.) পৌর ঈদগাহ ময়দান। ছবি- আই নিউজ

সৈয়দ শাহ্ মোস্তফা (র.) পৌর ঈদগাহ ময়দান। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদরে সৈয়দ শাহ্ মোস্তফা (র.) পৌর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মৌলভীবাজার পৌরসভা। প্রতিবারের মতো এবারও তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

গত সোমবার (১০ জুন) মৌলভীবাজার পৌরসভা হলরুমে আয়োজিত ঈদগাহ কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।

তিনটি জামাতের মধ্যে প্রথম জামাত সকাল সাড়ে ৬.৩০ মিনিট, ২য় জামাত ৭.৩০ মিনিট ও ৩য় জামাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সকাল সাড়ে ৬টায় প্রথম জামাত পরিচালনা করবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব ও ইমাম মুহিবুর রহমান, সানী ইমামের দায়িত্ব পালন করবেন সৈয়দ শাহ্ মোস্তফা (র:) দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ।

সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত পরিচালনা করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা এবং সানী ইমামের দায়িত্ব পালন করবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।

সকাল সাড়ে ৮টায় সর্বশেষ জামাত পরিচালনা করবেন বায়তুল মনোয়ার জামে মসজিদের খতিব হাফিয মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এবং সানী ইমামের দায়িত্ব পালন করবেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাসান আহমদ চৌধুরী।

উল্লেখ্য, আগামী ১০ জিলহজ ১৪৪৫ হিজরি, ১৭ জুন ২০২৪, সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ