আই নিউজ প্রতিবেদক
কুশিয়ারা-হাকালুকির মাছের জন্য বিখ্যাত ফেঞ্চুগঞ্জ বাজার
ফেঞ্চুগঞ্জ বাজারটি মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত এখানে বিক্রি হওয়া স্থানীয় তাজা মাছের জন্য।
সুরমা এবং কুশিয়ারা, সিলেট বিভাগের নাম বললে মনে সবার প্রথমে আসে এই দুই নদীর নাম। সিলেটকে নানা দিক থেকে ঘিরে রেখেছে এই সুরমা এবং কুশিয়ারা। এরমধ্যে কুশিয়ারা নদীর পাড়ে গড়ে ওঠা প্রাচীন কিন্তু গুরুত্বপূর্ণ একটি জনপদ সিলেটের ফেঞ্চুগঞ্জ। ফেঞ্চুগঞ্জ বাজার যেন সেই জনপদের প্রাণকেন্দ্র। ব্যবসাবাণিজ্য আর হৈ হট্টগোলে সারাদিন ব্যস্ত থাকে ফেঞ্চুগঞ্জ বাজার। বাজারের আদি ব্যবসায়ীরা এখনো স্মৃতিতে ধরে রেখেছেন বাজারের পুরোনো দিনের ইতিহাস।
ফেঞ্চুগঞ্জ বাজারটি মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত এখানে বিক্রি হওয়া স্থানীয় তাজা মাছের জন্য। স্থানীয়রা বলেন লোকাল মাছ। এই লোকাল মাছ কিনতে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ বাজারে এসে ভিড় করেন নানা জায়গার মানুষ। মূলত, এই পুরো মাছকে ঘিরেই সরগরম থাকে ফেঞ্চুগঞ্জ বাজার। অনেক দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসেন এই বাজারের মাছ কিনতে।
ফেঞ্চুগঞ্জ বাজারে কুশিয়ারা নদী আর হাকালুকি হাওর থেকে সরাসরি মাছ ধরে এনে বিক্রি করেন মাছ ব্যবসায়ীরা। মাছের ব্যবসার জন্য এখানে রয়েছে আলাদা ঘাট। এই ঘাটে প্রতিদিন সকালে মনকে মন তাজা মাছ নিয়ে আসেন জেলেরা। ছোট ছোট বাশের ঝুরিতে করে নানা জাতের জানা অজানা মাছের পশরা সাজিয়ে বসেন জেলেরা। ব্যবসায়ীরা আসেন এই ঘাট থেকে মাছ কিনে নিতে। এই বাজার থেকে মাছ কিনে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করেন ব্যবসায়ীরা।
জেলেরা জানান, কুশিয়ারা নদী আর হাকালুকি হাওরে নানা জাতের মাছ ধরেন তারা। এসব মাছ যেমন সুস্বাদু তেমনি সতেজ আর ভেজালমুক্ত। মাছের মধ্যে ফেঞ্চুগঞ্জ বাজারে পাওয়া যায় রানি মাছ, বড় বোয়াল মাছ, ছোট চিংড়ি, বড় চিংড়ি, বাঘাইড় মাছ, রিটা মাছ এবং বজরোগুলার মতো নাম না জানা মাছও।
তবে মাছের জন্য খ্যাতি হলেও ফেঞ্চুগঞ্জ বাজারে পাওয়া যায় স্থানীয় শাকসবজিও। নদী ঘেঁষা এই জনপদে কৃষকদের চাষ করা নানা জাতের সবজি ওঠে এই বাজারে। স্থানীয় লাউ, লতা, মুকি, নাগা মরিচ, কচুর মুড়া ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায় বাজারে। পাওয়া যায় মাছ ধরার কাজে ব্যবহৃত জাল, কৃষিকাজে ব্যবহৃত আসবাবও।
ফেঞ্চুগঞ্জ বাজারের অবস্থান ফেঞ্চুগঞ্জ ডাক বাংলোর কাছেই। এই ডাক বাংলো অনেক পুরোনো। এর সাথে জড়িয়ে আছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধসহ নানা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয়। এই ফেঞ্চুগঞ্জ বাজারের লঞ্চঘাটে এসে নেমেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো কিংবদন্তী নেতা। লোকালোকারণ্য ছিল সেদিনের ফেঞ্চুগঞ্জ বাজার। শত মূহুর্তের শত সাক্ষী হয়ে কালের স্রোতে বহমান ফেঞ্চুগঞ্জ বাজারে আজও চলছে নিত্য দিনের লেনদেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’