Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২০ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ১ মে ২০২৪

মে দিবসে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমাবেশ 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

সিলেটে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে "চা-শ্রমিক বাঁচাও, চা-বাগান বাঁচাও" স্লোগানকে সামনে রেখে খাদিম চা-বাগানে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের নাগরিক অধিকার আদায়ের মাইলফলক হিসেবে উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। চা-শ্রমিক জনগোষ্ঠী বাংলাদেশের সর্বাপেক্ষা নিপীড়িত লাঞ্চিত জনগোষ্ঠী। মাত্র ১৭০ টাকা মজুরিতে দিনের পর দিন অমানুষিক পরিশ্রম করেন চা-শ্রমিকরা। পূর্বপুরুষের তৈরি করা ভূমিতে নেই আইনি স্বীকৃতি। ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত চা-জনগোষ্ঠী নিজেদের অধিকার আদায়ের জন্য ক্রমাগত লড়াই চলমান করে যাচ্ছেন। 

বুধবার (০১ মে) মে দিবস উপলক্ষে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও খাদিম চা-বাগানের পঞ্চায়েত কমিটির  সভাপতি চা-শ্রমিকনেতা সবুজ তাঁতী এবং সঞ্চালনা করেন সংগঠনের সংগঠক মনীষা ওয়াহিদ। 

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, সংগঠনের উপদেষ্টা কমরেড আনোয়ার হোসেন সুমন, সমন্বয়ক এস এম শুভ  ও চা-শ্রমিক নেতৃবৃন্দ।

১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে অনুষ্ঠিত শ্রমিক বিক্ষোভের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে স্মরণ করে কমরেড সৈয়দ ফরহাদ হোসেন বলেন, আজ শ্রমিকদের যতটুকু অধিকার নিশ্চিত হয়েছে তা লড়াই সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই শ্রমিকশ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সেই বৃহত্তর সংগ্রামের ডাক নিয়েই প্রতি বছর মে দিবস আসে। মে দিবসের অংগীকার, শ্রমিক রাজ প্রতিষ্ঠার।

সভাপতির বক্তব্যে সবুজ তাঁতী বলেন, আজ দেশের চা-শ্রমিকরা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। পাতার সিজনে নিয়মিত তলব দেয়া হচ্ছে না। অনেক বাগানে বোনাস বকেয়া হয়ে আছে। ১৬ মাস অতিবাহিত হলেও চা-শ্রমিকদের ২০২৩-২৪ সালের নতুন মজুরি নির্ধারিত হয় নি। অথচ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলছে। যার ফলে চা-শ্রমিকদের পক্ষে সংসারের খরচ চালাবো অসম্ভব হয়ে পড়েছে। মালিকদের অবহেলায় অনেক বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বাগান অচল হয়ে পরেছে। এভাবেই বাগান মালিকরা চা-শ্রমিকদের অধিকার নিয়ে টালবাহানা শুরু করেছে। 

শ্রমিকনেতা সবুজ তাঁতী সমাবেশে আরও বলেন, আজ চা-শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আন্দোলন করে নিজেদের অধিকার আদায়ের বিকল্প নেই। বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে। লড়াইয়ের মাধ্যমেই চা-শ্রমিকরা নাম নিজেদের অধিকার আদায় করে নিবে। চা-শ্রমিক সমাবেশের পূর্বে মে দিবসের র‍্যালি চা-বাগান প্রদক্ষিণ করে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়