আই নিউজ ডেস্ক
বিলাসিতা কমিয়ে শ্রমিকদের কল্যানে নজর দিতে আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি- সংগৃহীত
আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকের দিনে রাজধানীতে শ্রমিক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিতে কলকারখানার মালিকদের প্রতি তাগিদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (০১ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে (বিআইসিসি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এ তাগিদ দেন বলে বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই মালিকরা তাদের বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দিক। কারণ শ্রমিকরাই কঠোর পরিশ্রম করে উৎপাদন বাড়িয়ে আপনাদের বিলাসিতাপূর্ণ জীবনের সুযোগ করে দিয়েছে।’
ওই সময় কারও মাধ্যমে প্ররোচিত হয়ে রুটি-রুজির ব্যবস্থা করা কলকারখানার জন্য ক্ষতিকর কোনো কাজ থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।
তিনি বলেন, কলকারখানার ক্ষতির মাধ্যমে শ্রমিকরা মাঝে মাঝে আসলে নিজেদের, নিজ পরিবারের, দেশের এবং কারখানার মালিকের ক্ষতিসাধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে, মালিকরা লাভের উদ্দেশ্যে কারখানা বানিয়েছেন। একই সঙ্গে মালিকদের নজর দিতে শ্রমিকদের কল্যাণের দিকে।
তিনি বলেন, ‘বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কারখানার উৎপাদন বাড়ুক, এটাই আমি চাই।’
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের