Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২০

ত্বকের যত্নে চাল ধোয়া পানি!

আজকাল ত্বকের যত্নে চাল ধোয়া পানি বেশ জনপ্রিয়। এটি রোদে পোড়াভাব দূর করে, খোসপাঁচড়ায় ভালো কাজ করে এবং ত্বকের শুষ্কতা দূর করতে বেশ সহায়ক।  এতে ভিটামিন,খনিজ এবং অ্যামিও অ্যাসিড রয়েছে যা ত্বকের জন্য উপকারী। এ ছাড়া এর রয়েছে প্রদাহ প্রতিরোধী উপাদান।

যেভাবে তৈরি করবেন চাল ধোয়া পানি:

এক কাপ চালে ৪ কাপ পানি মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। একটি চামচ দিয়ে চাল নেড়েচেড়ে নিন যাতে চালের ক্যামিকেলগুলো ভালোমতো বেরিয়ে আসে।

এবার পানি আলাদা করে নিন। একটি বায়ুরোধক কন্টেইনারে রেখে ফ্রিজে ৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেন: তিন উপায়ে আপনি এই চাল ধোয়া পানি দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন।

ফেইস ক্লিনজার ও স্কিন টোনার হিসেবে: চাল ধোয়া পানি ত্বকের জন্য সেরা প্রাকৃতিক টোনার। এটি ত্বক পরিষ্কারক হিসেবে কার্যকরী। জাপানিরা নিয়মিত ত্বকের যত্নে চাল ধোয়া পানি ব্যবহার করে থাকেন।  নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সজীবতা আনে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং বয়সের ছাপ পড়তে দেয় না।

কটন বল দিয়ে আলতো করে ঘষে ঘষে ত্বকে লাগিয়ে বাতাসে শুকাতে দিন।

কোমল ত্বক: চুলকানো দূর করে ত্বককে শীতল করতে সহায়তা করে চাল ধোয়া পানি। চর্মরোগ বা অন্যান্য প্রদাহ দেখা দিলে পরিষ্কার একটি কাপড় চাল ধোয়া পানিতে ভিজিয়ে নিন। পানি ঝরিয়ে কাপড় দিয়ে আক্রান্ত ত্বকে চেপে নিন। কয়েক মিনিট লাগানোর পর  বাতাসে শুকাতে নিন।

চাল ধোয়া পানিতে গোসল: ত্বককে মোলায়েম এবং মসৃণ করতে চাল ধোয়া পানিতে গোসল করতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল এবং এক বাটি চাল ধোয়া পানি বাথটাবে ঢেলে মেশাতে পারেন। চাইলে আপনার পছন্দমতো এসেনশিয়াল অয়েলও এতে মেশাতে পারেন।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়