মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৩৫, ১ সেপ্টেম্বর ২০২৪
মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে আ*হত শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিল জামায়াত

অনুষ্ঠানে আন্দোলনে আহত শিক্ষার্থীদের হাতে আর্থি উপহার তুলে দেন জামায়াতের নেতারা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আ*হতদের সাথে মতবিনিময় ও আর্থিক উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় মৌলভীবাজার পৌরসভা হলরুমে এ মতবিনিময় সভা ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে জামায়াতের জেলা সেক্রেটারী মো. ইয়ামীর আলীর পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। আবেগপূর্ণ এ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ৭২জন ছাত্র ছাত্রী প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকার ক্ষুদ্র উপহার তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, জেলা ইউনিট সেক্রেটারি আব্দুল কুদ্দুস নোমান ও পৌর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি শাহ আলম প্রমুখ।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৌলভীবাজারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও পুলিশের নি*র্মম বুলেটের আ*ঘাতের চিত্র তুলে ধরেন আ*হত শিক্ষার্থীরা। আ*হতদের পরিচয় পর্ব ও আঘাতের বর্ণনা শোনার পর প্রধান অতিথি বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল পৃথিবীর শতবর্ষের ইতিহাসে একটি অসাধারণ আন্দোলন।
তিনি আরো বলেন, বিগত সরকার ক্ষমতায় এসেই পিলখানা হত্যাকাণ্ডে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৫৭ জন চৌকস অফিসার হত্যা করে। এর পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অত্যাচার নির্যাতনের টার্গেটে পরিণত করে। কথিত একটি ট্রাইবুনালে ভুয়া বিচারক, ভুয়া মামলা ভুয়া সাক্ষী দিয়ে একের পর এক আমাদের শীর্ষ ১১জন নেতাদেরকে হত্যা করা হয়। এইভাবে বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে নির্মমভাবে নির্যাতন করে।
প্রধান অতিথি ফ্যাসিস্ট সরকারের উৎখাতের পেছনে যাদের অবদান তাদের সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, আমাদের প্রিয় ছোট ভাই আবু সাঈদের বীরত্বপূর্ণ শাহাদাত পুরো জাতিকে উদ্বুদ্ধ করেছে। একটা নিরস্ত্র, নিরপরাধ যুবক বন্দুকের সামনে তার সিনা পেতে দিয়েছে। তার এই শাহাদাত আন্দোলনকে উচ্চতর ডাইমেনশন নিয়ে গিয়েছে। মুগ্ধ নামে যেই ছেলেটি সে কর্মসূচি পালন করতো মানুষকে পানি খাওয়ানোর মাধ্যমে, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। একটি নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমে সকল শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার