নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে জিল্লুর রহমানের মতবিনিময় সভা
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছে মোহাম্মদ জিল্লুর রহমান। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা উপস্থিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে মৌলভীবাজার-৩ আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন উত্থাপন করলে নৌকার প্রার্থী জিল্লুর রহমান সাংবাদিকদের এসব প্রশ্নের জবাব দেন। এসময় তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনকে একটি স্মার্ট, আধুনিক আসন হিসেবে গড়ে তোলবার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্তসহ জেলার বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমি বিভিন্ন দেশে ঘুরেছি, তাদের উন্নয়ন প্রকল্পগুলো দেখেছি। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে উন্নয়ন প্রকল্প করা হয় আমাদের এখানেও সেভাবে করা হবে। আমি জানি কীভাবে করতে হয়। আপনাদের সবাইকে সাথে নিয়ে তা করবো।
-
মৌলভীবাজার-৩ আসনে কোন এলাকায় কত ভোটার
-
জিল্লুর রহমানের কাছে তরুণীর অভিযোগ, আশ্বাস দিলেন ৪ লেন সড়ক হবে
তিনি বলেন, আপনারা যদি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচিত করেন এই মৌলভীবাজার, রাজনগরকে স্মার্ট ও ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করা হবে। এই আসনকে ঘিরে আমার মাস্টারপ্ল্যান রয়েছে। আপনাদের সবাইকে নিয়ে সেই মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করবো। এখানে চার লেনের সড়ক হবে, শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করা হবে। নানা ধরনের উন্নয়নের প্রকল্প এই আসনকে ঘিরে আমি সাজিয়েছি। তা বাস্তবায়নের জন্য আপনাদের ভালোবাসা, সহযোগিতা প্রয়োজন। আমি এই প্রেসক্লাবের আজীবন সদস্য। আমাকে দাওয়াত দিয়ে আনতে হবে না, আমি নিজেই এখানে আসব। প্রধানমন্ত্রী আমাকে এ আসনের উন্নয়নের জন্য পাঠিয়েছেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর সহধর্মীনি সৈয়দা সায়রা মহসিন, আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’