নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজার-৩ আসনে কোন এলাকায় কত ভোটার
মৌলভীবাজার-৩ আসনে মোট ভোটারসংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১৪৩।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন যাচাইবাছাই শেষে প্রার্থীরা এখন অপেক্ষায় প্রতীক বরাদ্দের। আসনে মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শিল্পপতি মো. জিল্লুর রহমান, জাসদ নেতা আব্দুল মোসাব্বির, ওয়ার্কাস পার্টি তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির দুই নেতা রুহুল আমিন, আলতাফুর রহমান এবং এনপিপির মো. আবু বকর। প্রার্থীদের অনেকেই এরিমধ্যে হিসেব কষতে বসেছেন মৌলভীবাজার-৩ আসনে মোট ভোটার কত তা নিয়ে।
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা মিলে মৌলভীবাজার-৩ আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়। যখন কুমিল্লা এবং সিলেটকে বিভক্ত করে পৃথক পাঁচটি জেলা করা হয়। মৌলভীবাজার-৩ জাতীয় সংসদের ২৩৭ নং সংসদীয় আসন। আসনের আওতায় আছে একটি পৌরসভাসহ মোট ২০টি ইউনিয়ন পরিষদ। এই আসনে স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৪টি।
মৌলভীবাজার-৩ আসনে মোট ২০টি ইউনিয়নের মধ্যে ১২টি মৌলভীবাজার সদর এবং ৮টি রাজনগর উপজেলায়। রাজনগরে ৮টি ইউপির ৬৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৩৩৮ এবং মৌলভীবাজার সদরে একটি পৌরসভা ও ১১টি ইউপির ১০৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার আছেন ২ লাখ ৭১ হাজার ৮০৫টি।
রাজনগর এবং মৌলভীবাজার সদর মিলে গঠিত এ আসনে মোট ভোটারসংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১৪৩। যারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৭৫৭ এবং নারী ভোটার আছেন ২ লাখ ২৪ হাজার ৩৮৬।
মৌলভীবাজার-৩ আসনে মোট ২০টি ইউনিয়নের মধ্যে ১২টি মৌলভীবাজার সদর এবং ৮টি রাজনগর উপজেলায়। রাজনগরে ৮টি ইউপির ৬৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৩৩৮ এবং মৌলভীবাজার সদরে একটি পৌরসভা ও ১১টি ইউপির ১০৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার আছেন ২ লাখ ৭১ হাজার ৮০৫টি।
একাদশ সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত এমপি হন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নেছার আহমদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চূরান্ত মনোনীত প্রার্থী রাজনগরের তরুণ শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। এই আসনে আরও ৫ জন এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
এই আসনে দ্বাদশ জাতীয় সংসদে অংশ নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১১ প্রার্থী। যার মধ্যে ৬ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আর কাগজে ত্রুটির কারণে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি, বাংলাদেশ ইসলামি ঐক্যফ্রন্টের মো. আব্দুর রউফ, জাকের পার্টির মো. আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ফাহাদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’