তানভীর আরহাম
মৌলভীবাজার | শীতকালীন পথ নাটক | বাংলাদেশ পথ নাটক পরিষদ
প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান
শীতের আগমনী বার্তা। সন্ধ্যা ঘনিয়ে আসতেই কুয়াশার পরশ বুলানো আমেজ। পাশেই পৌর ভবনের পুকুর। চারপাশে সারি বেঁধে অসংখ্য বৈদ্যুতিক বাতি। পৌরসভার উন্মুক্ত মঞ্চে কুড়িয়ে পাওয়া কুকুরের মালিকানা নিয়ে বাকযুদ্ধ। অবশ্য এ বাকযুদ্ধটা মূলত নাটকের একটা অংশ।
‘সম্প্রীতির সংস্কৃতি আনবেই মুক্তি’- এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পথ নাটক পরিষদের আয়োজনে শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন নিয়মিত মৌসুমি পথ নাটক কর্মসূচি।
সিলেট বিভাগীয় মঞ্চনাটকের এ প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আর এই পথ নাটকের মধ্য দিয়ে অনানুষ্ঠিকভাবে হলেও মৌলভীবাজার পৌরসভার মুক্তমঞ্চের কার্যক্রম শুরু হলো।
অনুষ্ঠানে ঢাকা পথনাটক পরিষদ, সিলেট নবশিখা নাট্যদল ও মৌলভীবাজারের উচ্ছ্বাস থিয়েটার তিনটি পথ নাটক মঞ্চস্থ করেছে।
সংগঠনটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর জাহিদ হাসান, শামসুল আলম সেলিম, মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মতিন, নাট্যকর্মী আ স ম সালেহ সোহেল ও আনোয়ার হোসেন দুলাল, মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কয়ছর আহমদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় নাট্য দলগুলোর বিভিন্ন প্রযোজনা। প্রথমেই মঞ্চস্থ হয় মৌলভীবাজারের উচ্ছ্বাস থিয়েটারের নাটক ‘কুকুরেরা’। এটি আন্তন চেখভের গল্প অবলম্বনে লেখা নাটক। এর নাট্যরূপ দিয়েছেন আশিক সুমন। নির্দেশনায় ছিলেন গোবিন্দ রায়।
মূলত একটি কুকুরকে অবলম্বন করেই চমৎকার এ পথ নাটকের প্রেক্ষাপট তৈরি হয়েছে। কুড়িয়ে পাওয়া এ কুকুরটির মালিক এ শহরের কে হতে পারে তা নিয়ে চলে রীতিমতো বাকযুদ্ধ। এতে নানা জন, নানা মত প্রকাশ করেন। কেউ বলেন, এ কুকুরটি এমপি সাহেবের। কেউ বলছেন, না এটি ডিসি মহোদয়ের। অন্যদিকে কুকুরটি তার স্বভাবজাত বৈশিষ্ট্য নিয়ে ঘেউঘেউ করতেই থাকে। অবশেষে জানা যায় এটি এসপি সাহেবের। এভাবেই প্রায় পনেরো মিনিটের এ পথ নাটকটি দর্শকদের উচ্ছ্বসিত করে।
পরবর্তীতে সিলেট নবশিখা নাট্যদলের আয়োজনে ‘আটকুঁড়ে’ পথ নাটকটি মঞ্চস্থ হয়। ফরিদুল ইসলাম টুলুর রচনা এবং মৌসুমী চৌধুরী মৌ’র নির্দেশনায় এ নাটকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বাকবিতণ্ডার কথাকলি উপস্থাপিত হয়। একে অপরের প্রতি বিরক্ত হলেও শেষ পর্যায়ে নিঃসন্তান এ দম্পতি সন্তানের আশায় ব্যাকুল হয়ে উঠেন।
শেষে বাংলাদেশ পথ নাটক পরিষদের নির্বাহী কমিটির সদস্যবৃন্দের উপস্থাপনায় পথ নাটক ‘খেলা’ দেখে দর্শকরা মুগ্ধ হয়েছেন। দীর্ঘদিন পর মৌলভীবাজারের মেয়র চত্বরের উন্মুক্ত মঞ্চে এমন নাটক মঞ্চায়িত হওয়ায় নাট্যপ্রেমীরা খুশি।
বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, ‘এ আয়োজনের মধ্য দিয়ে সমাজের সব ধরনের অন্যায় অসঙ্গতির চিত্র তুলে ধরে মানুষের মাঝে সমাজিক প্রতিরোধ গড়তে চাই। এমনকি মুক্তিযুদ্ধের প্রকৃত বাংলাদেশ গড়তে পথ নাটকের কোন বিকল্প নেই।’
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ পথ নাটক পরিষদ দেশব্যাপী প্রশংসনীয় ভূমিকা পালন করার পাশাপাশি সাধারণ মেহনতি মানুষকে নির্মল আনন্দ দিচ্ছে।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’