Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৩, ১৭ আগস্ট ২০২০
আপডেট: ১৪:২৯, ১৭ আগস্ট ২০২০

মৌলভীবাজার এ গ্রেড জেলায় উন্নীত

এ গ্রেড জেলায় উন্নীত হলো- মৌলভীবাজার। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে উপসচিব শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত গত ৬ আগস্ট জারি করা এক পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়।

প্রসঙ্গত এর আগে প্রশাসনকি কাঠামোতে মৌলভীবাজার  বি গ্রেড জেলা হিসেবে সুবিধা ভোগ করে আসছিলো। যদিও বিশেষ বিবেচনায় এ গ্রেড জেলার মর্যাদা ছিলো। তবে কার্যত সেটা বাস্তবায়ন হয়নি। তাছাড়া ২০০৪ সালের মে মাসে মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে মৌলভীবাজার জেলাকে এ গ্রেড জেলার মর্যাদা দেওয়া হয়। সেটাও পরবর্তীতে আর বাস্তবায়ন হয়নি। 

মন্ত্রীপরিষদ বিভাগের নতুন পরিপত্র অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ ৬টি জেলাকে বিশেষ ক্যাটাগরি, ২৬ টি জেলাকে এ ক্যটাগরি, ২৬টি জেলাকে বি ক্যাটাগরি এবং ৬টি জেলাকে সি ক্যাটাগরি করা হয়েছে।

নতুন পরিপত্রে সিলেট বিভাগের ৪ জেলা; সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জকে এ গ্রেড জেলায় উন্নীত করা হয়।

মন্ত্রী পরিষদ বিভাগের Creation of New District সম্পর্কিত গত ২৮ ডিসেম্বর ১৯৮৩ তারিখের অফিস মেমোরেন্ডাম অনুযায়ী দেশের ৬৪ জেলার শ্রেণি (গ্রেড) হালনাগাদ করা হয়।  

পরিপত্রের ডাবল তারকা চিহ্নিত নোটে মৌলভীবাজার জেলাকে ২০০৪ সালের ২৯ মে তারিখে এক স্মারকে এ গ্রেড জেলায় উন্নীত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। 

 

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ