মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:০০, ২০ মার্চ ২০২৪
মৌলভীবাজার জেলে আসামীর সঙ্গে ভিকটিমের বিয়ে
আসামি আশিষ বাউরী এবং ভিকটিম কুঞ্জুমাল। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামীর সঙ্গে উচ্চ আদালতের নির্দেশে ভিকটিমের (ভুক্তভোগী) বিয়ে সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলা কারাগারে তাদের নিজস্ব ধর্মীয় বিধান অনুযায়ী আসামী আশিষ বাউরী ৫) এবং কুঞ্জুমাল (২৫) এর বিয়ে সম্পন্ন হয়। ধর্মীয় রীতি অনুযায়ী একজন পুরোহিত তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার শাওন মজুমদার উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান মজুমদার আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আসামী আশিষ বাউরী রাজনগরের ২ নং উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর চা বাগানের সদানন্দ বাউরীর ছেলে। এবং পাত্রী কুঞ্জুমাল একই ইউনিয়নের মৃৎ মনীষা মালের মেয়ে।
জানা যায়, রাজনগর উপজেলার ইন্দানগর চা বাগানে ভিকটিম কুঞ্জুমালের সাথে আসামী আশিষ বাউরীর প্রেম ও শা রী রি ক সম্পর্ক গড়ে ওঠে। একটা পর্যায়ে কুঞ্জুমাল গ র্ভ ব তী হয়ে যান।
কুঞ্জুমাল বলেন, আমি গ র্ভ ব তী হওয়ার পর আশিষ বাউরীর পরিবার বাচ্চা ন ষ্ট করতে বলে। আমি ন ষ্ট করিনি। আশিষ বাউরীও নষ্ট না করতে বলে। কিন্তু আমার মেয়ে জন্মগ্রহণের পর সে সন্তানের স্বীকৃতি দিতে এবং আমাকে বিয়ে করতে অস্বীকার করে। পরে আমি ১১ আগস্টা ২০২৩ তারিখে মামলা করি। তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।
বর্তমানে কুঞ্জুমালে তিন মাসের একটি সন্তান রয়েছে। এমন পরিস্থিতিতে উচ্চ আদালত তাদের বিয়ের নির্দেশ দেন।
আসামীর পরিবার কতৃপক্ষ জানান, আদালতের নির্দেশে এই বিয়েটি সম্পন্ন হয়েছে। আদালত বলেছেন, বিয়ের শর্তে এবং বিয়ের বৈধ প্রমাণাদি আদালতে দাখিলের পর আসামী আশিষ বাউরীকে জামিন দেবেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’