বিশেষ প্রতিবেদক
তীব্র তাপদাহে বোরো ধানের গোড়ায় পানি ধরে রাখার পরামর্শ

সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় চলছে তাপদাহ। যা আগামী কয়েকদিন থাকবে বলে পূর্বাভাস রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ৩৫-৩৮ ডিগ্রী সেলসিয়াস, এমনকি বেশিও বিরাজ করতে পারে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ডিমলায় বোরো ধানের চাষাবাদ পর্যাপ্ত পরিমান হয়েছে। উপজেলার দশটি ইউনিয়নে বোরো ধানের চাষবাদ এর পাশাপাশি গম, ভুট্টা, মরিচ, পেঁয়াচ, পাট ইত্যাদি ফসলও চাষাবাদ হয়ে থাকে।
ডিমলা কৃষি অফিসের পক্ষ থেকে তাপদাহে কৃষকদের বিশেষ পরামর্শ প্রদান ও লিফলেট বিতরন করা হয়। তাপদাহ থেকে রক্ষার জন্য কৃষকের বোরো ধানের জমিতে পানি ধরে রাখার পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস।
উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বলেন, আবহাওয়া অনুকুল থাকায় ব্যাপক হারে বোরো ধানের চাষ হয়েছে। বোরো ধানের বাম্পার ফলন আশা করেছেন সংশ্লিষ্টরা। কৃষকদের ধান ক্ষেতে ধানের শিষ বের হতে শুরু করেছে,কোথাও ধানে ফুল এসেছে আবার কোথাও থোড় হয়েছে। বর্তমানে পোকা মাকড় ও রোগবালাই তেমন না থাকলেও তাপমাত্রা দিনদিন বাড়ছে। তামমাত্রা বেশি থাকলে ধানের ক্ষতি হওয়ার আশঙ্খা যেমন রয়েছে। তেমনি এ অবস্থায় বোরো ধানের জমিতে পানি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ধান গাছের গোড়ায় ২ থেকে ৩ ইঞ্চি পানি ধরে রাখার পরামর্শ প্রদান করছেন উপজেলা কৃষি অফিস।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট এর সার্বিক তত্বাবধান ও নির্দেশনায় উপজেলায় কৃষিকর্মকর্তাগন বিভিন্ন ব্লকে উঠান বৈঠকের মাধ্যামে তাপদাহ ও ধানের ব্লাষ্ট রোগ দমনে কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। বর্তমানে উপজেলায় তাপদাহে বোরো ধানের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি ।
আই নিউজ/এইচএ
- বিভিন্ন ফলের ছবি নামসহ
- শিক্ষিত তরুণ কৃষি উদ্যােক্তা
কৃষিতে ঈর্ষণীয় সাফল্য, বছরে ৩০ লক্ষ আয় - এলাচ চাষ করবেন যেভাবে
- কমলগঞ্জে,
আমন ধানে মাজরা পোকার আক্রমণ, চিন্তায় আছেন কৃষকরা - প্লাস্টিক বোতলে সহজেই চাষ করুন পুঁই শাক
- দেশের বাজারে সারের দাম বেড়েছে আরও ৬ টাকা
- ঔষধি গুণধর কালো মোরগের চাষ হচ্ছে বাংলাদেশেও
- বাড়ির টবে ক্যাপসিকাম চাষ পদ্ধতি
- বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে সময় কম লাগে, খরচ বাঁচে
- বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ পদ্ধতি