Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২১

দক্ষিণ কোরিয়ায় ফের ভিসা চালু কাল

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়া আগামীকাল সোমবার থেকে পুনরায় ভিসা দেবে। এ ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আজ (রোববার) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এর আগে করোনা সংক্রমণ রোধে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছিল দেশটি। তখন দক্ষিণ কোরিয়া সরকারের এ সিদ্ধান্তকে সাময়িক বলে উল্লেখ করেছিল সিউলে বাংলাদেশি দূতাবাস।

এদিকে শনিবার থেকে রাজধানী সিউলের বাইরে ব্যবসায়ীক কার্যক্রমের ওপর থেকে কারফিউ শিথিল করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।

করোনাভাইরাস রুখতে কঠোর বিধিনিষেধে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যে কারণে দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

অতিসংক্রামক এই ভাইরাস শনাক্তে আগ্রাসীভাবে পরীক্ষার পদক্ষেপ নিয়েছিল দক্ষিণ কোরিয়া। 

সেখানে করোনা আক্রান্ত রোগীদের অধিকাংশই রাজধানী সিউলের বাসিন্দা। পাশাপাশি বন্দর নগর ইনচিওন, গেওঙ্গী প্রদেশেও কিছু সংখ্যক আক্রান্ত হয়েছেন।
 

Green Tea
সর্বশেষ