প্রবাস ডেস্ক
আপডেট: ০০:১৫, ২৭ আগস্ট ২০২১
ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্কের বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কমিটি
ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক (ডব্লিউটিএন) বাংলাদেশ চ্যাপ্টার গঠিত হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হোটেল আগ্রাবাদের মালিক এইচ এম হাকিম আলী এবং মহাসচিব হয়েছেন সৈয়দ গোলাম কাদির।
এই কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি এম এন করিম, মেহেদি আমিন, যুগ্ম মহাসছিব তসলিম আমিন শোভন, পরিচালক সৈয়দ গোলাম মোহাম্মদ, সৈয়দ মাহবুবুল ইসলাম, মোঃ আব্দুলাহ আল কাফী, মোহাম্মদ ইরাদ আলী, নজরুল ইসলাম, আহমেদ হোসেন, আরিফুল হক এবং সোহেল মজিদ।
নতুন সভাপতি এইচ এম হাকিম আলী বলেন, ডব্লিউটিএন পর্যটন স্টেকহোল্ডার এবং সরকারি কর্মকর্তাদের সাথে কাজ করে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পর্যটন খাতের বৃদ্ধির জন্য উদ্ভাবনী পন্থা তৈরি করতে চায় এবং ছোট, মাঝারি ভ্রমণ এবং পর্যটন ব্যবসাগুলোকে ভালো এবং চ্যালেঞ্জিং উভয় সময়ে সহায়তা করতে চায়। ডব্লিউটিএনের লক্ষ্য তার সদস্যদের একটি শক্তিশালী স্থানীয় অবস্থান প্রদান করা এবং একই সাথে তাদের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রদান করা।
প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি পর্যটন ব্যাবসায়ীদের দাবিগুলো তুলে ধরে। ১২০টি দেশে এর কার্যক্রম বিস্তৃত। প্রতিষ্ঠানটি সব প্রতিকূল ও স্বাভাবিক সময়ে তার সদস্যদের নানা উদ্ভাবনী ও সংকট দূরীকরণসহ টেকসই পর্যটন বিকাশে সহায়তা করে থাকে।
আইনিউজ/শাফায়াত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa





















