Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ১৯ মার্চ ২০২৩

কুয়েতে চালু হচ্ছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট সেবা

কুয়েত বাংলাদেশি প্রবাসীদের বহুল কাঙ্ক্ষিত ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের স্বপ্ন পূরণ হতে চলছে। এর জন্য কাজ করছে বাংলাদেশ থেকে আসা পাসপোর্ট টিমের সদস্যরা। আগামী ২২ মার্চ (বুধবার) উদ্বোধন হবে এ সেবা কার্যক্রম। 

রোববার (১৯ মার্চ) কুয়েতে বাংলাদেশ মিনিস্টার (শ্রম) এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কুয়েত প্রবাসীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের। ই-পাসপোর্টে ৫ বছর মেয়াদি এবং ১০ বছর মেয়াদি দুটিই থাকবে। দুইটার আলাদা আলাদা নির্ধারিত ফি প্রদান করে যেটা ইচ্ছা পাসপোর্ট করতে পারবে কুয়েত প্রবাসীরা। এর পাশাপাশি থাকবে এমআরপি পাসপোর্ট।

কুয়েত প্রবাসী বাদশা মিয়া বলেন, ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট হচ্ছে খবরটা আমরা কুয়েত প্রবাসীদের জন্য খুবই আনন্দের। কুয়েতের নিয়মানুযায়ী ভিসা পেতে হলে পাসপোর্টের মেয়াদ কমের মধ্যে এক বছর থাকা বাধ্যতামূলক। আমাদের পাসপোর্ট মালিকের কাছে থাকে দেশে যাওয়ার আগে অথবা বিশেষ কোনো প্রয়োজন হলে মালিক দেয়। যার কারণে অনেক সময় ভুলে যাই মেয়াদোত্তীর্ণের তারিখ। তখন পড়তে হতো ভোগান্তিতে, গুনতে হতো প্রতিদিন দুই কুয়েতি দিনার জরিমানা। ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু হলে এই ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে কুয়েত প্রবাসীরা।

আরও পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়