মিশিগানে চিরকুটের কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস
আমেরিকার মিশিগানে সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতাদের মাতালো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’। স্থানীয় সময় গত ২৭ মে রাতে ট্রয় সিটির বালকান আমেরিকান কমিউনিটি সেন্টারে ভিয়ের ইভিন্টেস এই কনসার্টের আয়োজন করে।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠানে একগুচ্ছ গান পরিবেশন করেন চিরকুটের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি। ‘জাদুর শহর’ ‘ঘরে ফেরা’ ‘পাহাড়ি জীবন’ ‘কানামাছি’ ‘উধাও’ ‘না বুঝি দুনিয়া’ গানগুলো গেয়ে দর্শকদের আনন্দে মাতায় চিরকুট। এসময় নাচে গানে তারুণ্যের উচ্ছ্বাসে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে চিরকুটের নিরবের দুটো গানেও মুগ্ধ হন দর্শকরা।
এর আগে গান করেছে মিশিগানের ব্যান্ড দল ‘রিদম অব বাংলাদেশ’। এছাড়া ক্লাসিক্যাল ড্যান্স করেছে মৃত্তিকা সরকার, মাহিকা সরকার, অর্পিতা সেন ও আরুশি সেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাতিমা ফাহিম ও নুসরাত তান্নি।
অনুষ্ঠান শেষে চিরকুটের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমির সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমাদের রুট লাল-সবুজের পতাকার দেশ বাংলাদেশ। আমরা বাংলা গান নিয়েই কাজ করি। যেকোনো ভাষাই বলি না কেন, প্রতিটা জাতিই চায় তার নিজস্ব সাহিত্য, সংস্কৃতি বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে। আমরা বাংলাদেশি হিসেবে আমাদের হেরিটেজ আছে।
কনসার্টের আয়োজক ভিয়ের ইভেন্টেসের কর্ণধার মোহাম্মদ ইবনে মইনুদ্দিন, ফাতেমা রাদিয়া ও ফায়রুজ। তারা ঢাকা পোস্টকে বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে। জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের পরিবেশনা সবাই এনজয় করেছেন। সামনে আরও ভালো কিছু করার প্রত্যাশা রয়েছে ভিয়ের ইভেন্টের।
আই নিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি