আই নিউজ ডেস্ক
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় সিলেটি বাবা-মেয়ে নি হ ত
ছবি- সংগৃহীত
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে এক ম র্মা ন্তি ক সড়ক দুর্ঘটনায় সিলেটি দুইজনের মৃ ত্যু হয়েছে বলে জানা গেছে। তাঁরা দুজন সম্পর্কে বাবা-মেয়ে।
গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেট মহানগরের পৌর বিপণিবিতান মার্কেটের ‘কাঁচঘর’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) এবং তার মেয়ে মমো জাহাঙ্গীর।
এ ছাড়া জাহাঙ্গীর আলীর ছেলে তামিম জাহাঙ্গীর দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ট্রাফিক পয়েন্টের পাশে বামদিকে মোড় নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় অপর গাড়ির চালক ও তার এক সঙ্গী আহত হন। তারাও প্রবাসী বাংলাদেশি।
এদিকে দুর্ঘটনার কারণ ওয়ারেন সিটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘কাঁচঘরের’ ম্যানেজার অর্জুন ঢালি। তিনি জানান, প্রায় তিন বছর আগে সাজু পরিবার নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন তারা এবং মিশিগানে থাকতেন। একটি কাজের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে গাড়িতে করে বের হলে বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি