Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ১৩ মার্চ ২০২৪

কুয়েতে কামরুজ্জামান টিটোকে ফুলেল শুভেচ্ছা

কামরুজ্জামান টিটোকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান কমিউনিটির নেতৃবৃন্দ।

কামরুজ্জামান টিটোকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান কমিউনিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়াতে কামরুজ্জামান টিটোকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্যাডে স্বাক্ষরিত দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির আহবায়ক খন্দকার গোলাম মওলা নকশবন্দী সদস্য পদে কামরুজ্জামান টিটোকে মনোনীত করেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে কামরুজ্জামান টিটো বলেন, আমার শৈশবের স্বপ্ন, কৈশরের ত্যাগ ও ভালবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয়কর্মী হয়ে থাকাটাই ছিল আমার ভালোলাগা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পেরেছি এতটুকুই আমার বড় পাওয়া। দল যেভাবে আমাকে মূল্যায়ন করছে তার প্রতিদানে আমি আমৃত্যু কাজ করে যাবো। দলের সকল সাংগঠনিক র্কাযক্রম নীতি আদর্শ মেনে চলবো। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১, উন্নয়শীল দেশে রূপান্তিত ও ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে নিজেকে হাতিয়ার হিসেবে নিয়োজিত রাখবো।

কামরুজ্জামান টিটো বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়