Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৫, ২৩ ডিসেম্বর ২০২০

৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে শাবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

মশাল মিছিলরত শাবিপ্রবির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের (সম্যক ব্যাচ) শিক্ষার্থীরা। ছবি: আইনিউজ

মশাল মিছিলরত শাবিপ্রবির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের (সম্যক ব্যাচ) শিক্ষার্থীরা। ছবি: আইনিউজ

হল না খুলে আগামী ১৭ জানুয়ারীর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ১৬২তম একাডেমিক কাউন্সিল মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে, হল বন্ধ রেখে পরীক্ষা কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একমত না হওয়ায় ৫দফা দাবি জানিয়ে শাবিপ্রবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন বরাবর স্মারকলিপি দেয় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের (সম্যক ব্যাচ) শিক্ষার্থীরা। ৪৮ ঘন্টার মধ্যে এসকল দাবিগুলো মেনে নেওয়ার সময়ও বেঁধে দেয় তারা।

কিন্তু ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন জবাব না পাওয়ায় মশাল মিছিল করে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের (সম্যক ব্যাচ) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর)  রাত ৮ টায় মিছিলটি ভার্সিটি গেইট থেকে শুরু হয়ে সুরমা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি/ আইনিউজ
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়