নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৩, ৭ এপ্রিল ২০২১
মেডিকেলে চান্স না পেয়ে ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতীকী ছবি
মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে তনিমা রহমান নিহা (২০) নামে এক শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৭ এপ্রিল) ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তনিমা সাতক্ষীরার তালা উপজেলার মো. মিজানুর রহমানের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ মুগদায় ৭৪/এ সাত তলা ভবনের তৃতীয় তলায় থাকতেন।
নিহতের বাবা মো. মিজানুর রহমান বলেন, ছোট থেকেই তনিমার ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল। সেই আশায় এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। পাস না করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। গতকাল (৬ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় কাউকে না জানিয়ে বাড়ির ছাদে যায়। সেখান থেকে অসাবধানতাবশত পড়ে গেছে, নাকি লাফ দিয়েছে তা বলতে পারব না।
তিনি আরও বলেন, আহত অবস্থায় তনিমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাস না করায় হতাশ হয়ে ওই শিক্ষার্থী ৭ তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনিউজ/এসডি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩