নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৫৯, ৩ মে ২০২১
পেছানো হচ্ছে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

পেছানো হচ্ছে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষিত তারিখ থেকে এক সপ্তাহ পেছাচ্ছে পরীক্ষা।
পিএসসি সূত্র জানিয়েছে, ১৫ অক্টোবর হিন্দুধর্মাবলম্বীদের বিজয়া দশমী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে কারণে ওই তারিখে পরীক্ষা নেয়া হবে না। এটি এক সপ্তাহ পেছানো হয়েছে।
পিএসসির এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১৫ অক্টোবর হিন্দু ধর্মের বিজয়া দশমী পালন করা হবে। শুরুতে পরীক্ষার দিন নির্ধারণ করার সময় তা লক্ষ্য করা হয়নি। এ কারণে সম্প্রতি কমিশন সভা করে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময় পেছানোর সিদ্ধান্ত নেয়। সেখানে এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা ৩১ মার্চের বদলে আগামী ৩০ জুন সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ানো হয়।....বিস্তারিত
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা