শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৭:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২২
শাবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি

বিভিন্ন দাবি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে স্মারকলিপি দিয়েছে শাবি শাখা ছাত্রলীগ। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপাচার্যের অফিসে গিয়ে এ স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগ নেতা আশরাফ কামাল আরিফ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান,সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, সমাজ বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সুমন সরকার, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন,সমাজ বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম, ফরেস্টি বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সমুদ্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি রিশান তন্ময়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাত্রলীগ এর সভাপতি এস.এম সবুজসহ অনেকে।
একইদিন দুপুর ১২টার দিকে শাবি শাখা ছাত্রলীগ এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়। যেখানে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে শাবি উপাচার্যকে এ স্মারকলিপি দিয়েছে বলে উল্লেখ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত দাবিসমূহ হলো-
• অতিদ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যবস্থা করা।
• যত দ্রুত সম্ভব অনলাইন/ অফলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করা।
• গত ১৬ জানুয়ারি পুলিশি হামলায় আহত ছাত্রলীগসহ সকল শিক্ষার্থী যারা ইতিমধ্যে নিজের ব্যবস্থাপনায় চিকিৎসা করেছেন তাদের ব্যয় বহন করা।
• সকল হলের ডাইনিং /ক্যান্টিন খুলে দেওয়া।
• বিভিন্ন হলের ডাইনিং/ক্যান্টিন ও বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের গুণগত মান বৃদ্ধি ও মূল্য হ্রাস করা।
• অতি দ্রুত ক্যাম্পাসে পর্যাপ্ত আধুনিক ফুডকোর্টের ব্যবস্থা করা ও নির্মানাধীন ফুডকোর্টের কাজ শেষ করা।
• বিভিন্ন দেয়ালে দেয়াল লিখন মুছা সহ ক্যাম্পাসের স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করা।
শাবি ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দের নিবেদকে দেওয়া এ স্মারকলিপিতে তারা আরো বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উপরোক্ত দাবিগুলো পূরণে মহোদয় অতি দ্রুত পদক্ষেপ নিবেন বলে প্রত্যাশা করছি।
এ বিষয়ে জানতে, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।
এবং উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
জিএম ইমরান/এসডিপি/ আইনিউজ
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা