Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০১:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২২

শাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা উদ্যোগ

ফাইল ছবি

ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (১৩ ফেব্রুয়ারি) শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১৪ ফেব্রুয়ারি) শাবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে।

এছাড়া, সকাল ১০টা ২০ মিনিটে বঙ্গবন্ধু চত্বরে একটি শোভাযাত্রা আয়োজন করা হবে। শোভাযাত্রা শেষে ১০টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কেক কাটা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে এদিন স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণের অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ