Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২২

সত্য আজ বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত : শাবি ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, অন্যায়ের কাছে মাথা নত করি নাই, ভবিষ্যতেও করব না। আমরা ন্যায় এবং সত্যের পথে থাকব। আপনারা দেখতে পেয়েছেন সত্য এবং ন্যায় আজকে বিজয়ী হয়েছে, টিকে আছে। মিথ্যা আজকে পরাভূত হয়েছে।  

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ক্যাম্পাসের গোলচত্বরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আরও বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব। এখানে কোনো সমস্যা থাকবে না। টং দোকান আধুনিক করা হবে, খাবারের সমস্যা থাকবে না। ইন্টারনেট সমস্যা সমাধানে ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছি। করোনার সময়ে শিক্ষার্থীদের ক্লাসে অংশ নেওয়ার জন্য মোবাইল ডাটা দিয়েছি, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করেছি।

আরও পড়ুন- ২৮ দিন পর অফিস করলেন শাবি উপাচার্য ফরিদ উদ্দিন
 
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আমাদের সন্তান, অভিভাবক হিসেবে আমরা কাজ করে যাব। প্রতিটি বিভাগে আমরা ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়েছি। যাতে শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন।

উপাচার্য বলেন, অন্যায় আবদার করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাথা নত করবে না। একজনও যদি ন্যায্য কথা বলে, তাহলে আমরা গুরুত্ব দিয়ে সেটা সমাধানের ব্যবস্থা করব। 

সাংবাকিদদের উদ্দেশে তিনি বলেন, আমি ভালো কাজ করলে তুলে ধরবেন, অন্যায় থাকলেও তুলে ধরবেন কিন্তু মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। বিশ্ববিদ্যালয় আমার আপনার সকলের।

আরও পড়ুন- নবনিযুক্ত প্রক্টরের অপসারণ চান শাবি শিক্ষার্থীরা

এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল ১০টায় প্রশাসন ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, রেজিস্টার ইশফাকুল হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এছাড়াও ছাত্রলীগের একটি অংশও শোভাযাত্রায় অংশ নেয়। 

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ