Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২৩:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২২

ব্রেক ফেল করে দুর্ঘটনায় শাবি কর্মকর্তা

প্রাইভেট কারের ব্রেক ফেল করে দুর্ঘটনায় পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা। বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত এ ব্যক্তির নাম মৃন্ময় দাশ ঝুটন। দুর্ঘটনার সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এ দুর্ঘটনায়  কিলো রোডের ল্যাম্পপোস্ট ভাঙা ব্যতীত কেউ হতাহত  হয়নি।

এ বিষয়ে মৃন্ময় দাশ ঝুটন বলেন, গাড়ি ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা লাগে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসান হাবিব সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় ল্যাম্পপোস্টটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে ইলেক্ট্রিসিটি দেওয়ার কাজ করছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানেন না। ঘটনাস্থলে সহকারী প্রক্টর আবু হেনা পহিল উপস্থিত রয়েছেন। আবু হেনা পহিল বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে জানার জন্য সহকারী প্রক্টর আবু হেনা পহিলকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাত ইবনে ইসমাইলকে এ বিষয়ে জানতে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এর আগে ২০১৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিফুল ইসলামের প্রাইভেটকারের চাপায় ক্যাম্পাসের কিলো রোডে একই পরিবারের দুই পথচারী নিহত হন।


জিএম ইমরান/ শাবি

Green Tea
সর্বশেষ