জি এম ইমরান, শাবি প্রতিনিধি
আপডেট: ১২:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০২২
শাবি প্রশাসনে নতুন চার সহকারী প্রক্টর

শাবিতে নিয়োগপ্রাপ্ত নতুন চার সহকারী প্রক্টর।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রশাসনে চার শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়।
দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাভেদ কায়সার ইবনে রহমান, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দিপা।
অফিস আদেশে আরো বলা হয়, দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এদিকে গত ১০ ফেব্রুয়ারি শাবিতে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগে সহযোগী অধ্যাপক মো. ইসরাত ইবনে ইসমাইল।
এছাড়াও, শাবিপ্রবি ক্যাম্পাসে পুলিশবাহিনী দিয়ে শিক্ষার্থীদের পেটানোর অভিযোগে গত শনিবার (১২ ফেব্রুয়ারি) শাবির ভিসি ফরিদ উদ্দিন দুঃখপ্রকাশ করেছেন। পরে প্রায় একমাস ধরে চলমান শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করা হয়।
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা