Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২২

ভাষা শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবার। বিশ্ব‌বিদ্যাল‌য়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে বিশ্ববিদ্যালয়টি।

২১ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম প্রহ‌রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার ওহিদুজ্জামান, প্রক্টর মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকী ও সাধারণ সম্পাদক আরমান হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সহ বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি , কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, রেঞ্জার ইউনিট, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী শিল্পীগোষ্ঠী, বিশ্ববিদ্যালয় সংসদ, আবৃত্তি সংসদ, ডিবেটিং সোসাইটিসহ অন্যান্য সংগঠনের পক্ষে থেকে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এদিকে, রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে একুশে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ‘চেতনায় একুশ’ শীর্ষক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নাচ ও প্রবন্ধ পাঠের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়টি সাংস্কৃতিক সংগঠন।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সর্বশেষ