Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৫, ২ মার্চ ২০২২
আপডেট: ২৩:১৭, ২ মার্চ ২০২২

শাবির প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় এসইউডিএস’র ফান্ড রাইজিং বিতর্ক প্রতিযোগিতা

মজিবুর রহমান রূপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের একজন প্রাক্তন শিক্ষার্থী।

কৃতিত্বের সাথে মাস্টার্স শেষ করার পর ক্যারিয়ার শুরুর পূর্ব মুহূর্তেই তাঁর জীবনে নেমে আসে অন্ধকার। ডাক্তার বলেছেন তাঁর দুটো কিডনিই অকেজো। অতি দ্রুত কিডনি ট্র্যান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। এজন্য চিকিৎসা বাবদ সব মিলিয়ে খরচ পড়বে প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু এই টাকা  তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। ইতোমধ্যে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিও রূপকের পাশে এসে দাঁড়িয়েছে। অনুদান সংগ্রহের লক্ষ্যে,আগামী ৩ থেকে ৫ মার্চ আয়োজন করতে চলেছে  'Save Rupok:SUDS Fundraiser 2022'।

আরও পড়ুন- তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক অস্ত্রের এবং ধ্বংসাত্মক : রাশিয়া

বাংলাদেশের যেকোনো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান বিতার্কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ব্রিটিশ পার্লামেন্টারি ফরমেটে হওয়া এই টুর্নামেন্টে। সম্পূর্ণ টুর্নামেন্টটিই সম্পন্ন হবে অনলাইনে Discord অ্যাপের মাধ্যমে।

টুর্নামেন্টের রেজিস্ট্রশন ফি ও অন্যান্য অনুদান  থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থই রূপকের  চিকিৎসার জন্য প্রদান করা হবে।

আইনিউজ/জিএম ইমরান/এসডিপি 

আইনিউজ ভিডিও 

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সর্বশেষ