Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৬, ১৩ মার্চ ২০২২

শাবিতে বরেন্দ্র অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত, সম্পাদক রজন 

রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন বরেন্দ্র অ্যাসোসিয়েশন সাস্টের নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি হিসাবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী  মো. শাহাদত হোসাইন ও সাধারণ সম্পাদক হিসাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের  একই বর্ষের শিক্ষার্থী মোহা: রজন আলী মনোনীত হয়েছেন।

শনিবার (১২ মার্চ) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নবীণবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মো ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. একেএম মাহবুবুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ, গোপালগঞ্জ উপজেলা ইউএনও গোলাম কবীরসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সাবেক ও বর্তমান সদস্যরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কানিজ ফাতেমা, সহ-সভাপতি কাওসার আহমেদ, আতিকুর রহমান, জারীন তাসনীম, তুহিন ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, নুরুন্নাহার শিখা ও আল রাহাত, সাংগঠনিক সম্পাদক স্নেহাশীষ পাল তন্ময় ও প্রিতম রায়, সহ-সাংগঠনিক সম্পাদক সাইমুম পারভেজ, সৈয়দ আরাফাত জুবায়ের সিয়াম, মাহফুজুল আওয়াল নিপুণ, কোষাধ্যক্ষ ফাহিম আহমেদ, সহ-কোষাধ্যক্ষ মুশফিক সাবাব কাব্য, জাকির হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুস সালাম ও নাঈম আলী, সহ-দপ্তর সম্পাদক সায়েম সাদিক ও আরিয়ান অনিক, সাংস্কৃতিক সম্পাদক আনিসুজ্জামান সোহান ও প্রান্ত রায়, প্রকাশনা সম্পাদক তানভীর হাসান, ক্রীড়া সম্পাদক   মো. হাসিবুল হক ও সাকিবুল ইসলাম, জনসংযোগ সম্পাদক মাসুদ রাণা, আইটি সম্পাদক রাইসুল ইসলাম শিহাব মনোনীত হয়েছেন।

এছাড়াও কার্যকরী সদস্য হিসাবে নবাগত ৩৭ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

আইনিউজ/ জিএম ইমরান/এসডিপি

 

Green Tea
সর্বশেষ