Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ১৩ মার্চ ২০২২
আপডেট: ১৮:৩০, ১৩ মার্চ ২০২২

গ্রুপের কোন্দলের শিকার ছাত্রলীগ কর্মী ফিরলেন আবাসিক হলে

এসময় আমি ‘কেন বের হয়ে যাবো’ জানতে চাইলে ইফতেখার আহমদ রানা বলেন, উপরের নির্দেশ রয়েছে। আরিফ ভাই নির্দেশ দিয়েছেন বের হয়ে যেতে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১২ মার্চ) বিকেলে নিজ গ্রুপের এক জুনিয়র কর্মীকে হল থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ কামাল আরিফের বিরুদ্ধে। তবে আরিফের নির্দেশে এদিন রাতেই আবার ওই শিক্ষার্থীকে হলে ফিরিয়ে আনা হয়। বর্তমানে সে তার কক্ষে অবস্থান করছে।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল বাছির জুয়েল বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে শাখা ছাত্রলীগের সাবেক সদস্য আশরাফ কামাল আরিফের নিয়ন্ত্রিত গ্রুপের কর্মী। শাহপরাণ হলের ২১৯ নম্বর কক্ষে থাকেন।

হল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে জুয়েল সাংবাদিকদের বলেন, সিনিয়রদের সাথে কি ঝামেলা হয়েছে আমি সেটা জানি না। তবে শনিবার (১২ মার্চ) বিকেলে ইফতেখার আহমদ রানা, সুমন, রিশাদ, মোশারফ, বক্কর, রাব্বিসহ ৩০-৩৫ জন আমাকে এসে ৫ মিনিটের মধ্যে রুম থেকে বের হয়ে যেতে বলে।

এসময় আমি ‘কেন বের হয়ে যাবো’ জানতে চাইলে ইফতেখার আহমদ রানা বলেন, উপরের নির্দেশ রয়েছে। আরিফ ভাই নির্দেশ দিয়েছেন বের হয়ে যেতে। এরপরে কি হয়েছে আপনারাই দেখেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রুপ লিডার আশরাফ কামাল আরিফ তাকে হল থেকে বের করে দেওয়ার বিষয়টি নিয়ে কাউকে কিছু না বলার নির্দেশ দেন।

এ ঘটনাকে গ্রুপের নেতাকর্মীদের অন্তর্কোন্দলের দিকটাকে দায়ী করছেন কিছু ছাত্রলীগ কর্মী। তারা বলছেন, শাখা ছাত্রলীগের দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় বিভিন্ন গ্রুপের অনেক সাবগ্রুপ তৈরি হয়েছে। ফলে গ্রুপে থাকা কর্মী ও নেতাদের মধ্যে বাঁধছে কোন্দল।  এর ফলে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।  

হল থেকে জুয়েলকে তাড়িয়ে দেওয়ার বিষয়ে গ্রুপের প্রধান নিয়ন্ত্রক আশরাফ কামাল আরিফ সাংবাদিকদের বলেন, সিনিয়ররা জুয়েলের সিটে একজনকে দিয়ে তাকে আরেক রুমে দিতে চেয়েছিল। পরে সিনিয়রদের সাথে তার কথা কাটাকাটি হয়। তবে সিনিয়ররা এখন সে সমস্যা সমাধান করে দিয়েছে।  

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মীজানুর রহমান সাংবাদিকদের বলেন, "ঘটনাটি আমিও শুনেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।"

আইনিউজ/এমজিএম

 

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরণ অনশন চালাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরণ অনশন চালাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

উত্তাল শাবিপ্রবি, শিক্ষার্থীদেরে মশাল মিছিল

উত্তাল শাবিপ্রবি, শিক্ষার্থীদেরে মশাল মিছিল

৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা | Corona | School-College closed | Eye News

৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা | Corona | School-College closed | Eye News

Green Tea
সর্বশেষ