Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৭, ১৫ মার্চ ২০২২
আপডেট: ১২:৪৪, ১৫ মার্চ ২০২২

শাবিতে ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান শুরু

ব্র্যাকের অঙ্গসংগঠন 'ক্যারিয়ার হাব' এর আয়োজন ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রাম শুরু হয়েছে।

দিনব্যাপী এ প্রোগাম দুইভাগে অনুষ্ঠিত হচ্ছে বলে জানান, প্রতিষ্ঠানটির এমপ্লয়মেন্ট এ্যান্ড এক্টিভেশন অফিসার মৌসুমী দে।

তিনি বলেন, প্রোগ্রামের অংশ হিসেবে প্রথম পর্বে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টা হতে রেজিষ্ট্রেশন শুরু হয় এবং সকাল ১১টায় বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

একইদিন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে, বেলা ২টায় ক্যারিয়ার হাব সম্পর্কে প্রেজেন্টেশন করা হবে, বেলা ২টা ১৫ মিনিটে ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ বক্তব্য রাখবেন, বেলা ২টা ২৫ মিনিটে সফল অংশগ্রহণকারীরা বক্তব্য রাখবেন, ২টা ৩০ মিনিটে ইউনিসেফ এর বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট, ২টা ৪০ মিনিটে বক্তব্য রাখবেন জেনেরশন লিমিটেডের সিইও ড. কেভিন ফ্রে বক্তব্য রাখবেন বলে জানান, মৌসুমি দে।

এছাড়া, ২টা ৫০ মিনিটে অনুষ্ঠানে সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আইনিউজ/জিএম ইমরান/এসডিপি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ