Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

মুহাম্মদ রওশন জামিল, মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১১, ১৭ মার্চ ২০২২

বর্ণাঢ্য আয়োজনে মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

বৃহস্পতিবার (১৭মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। 

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি র‍্যালী বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র, শিক্ষক সমিতি, অফিসার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ৩য় শ্রেণী কর্মচারী সমিতি ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৭ টা ৩০ মিনিটে আলোকচিত্র প্রদর্শন ও সকাল ৮ টায় শিশুদের সাথে নিয়ে উপাচার্য কেক কাটেন।  

সকল কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‍্যালী বের করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটা হয়। এছাড়া ছাত্রলীগের কর্মসূচি হিসেবে শিশুদের মাঝে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, এতিমদের মাঝে খাবার বিতরন ও বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আইনিউজ/মুহাম্মদ রওশন জামিল/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সর্বশেষ