Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০২, ১৮ মার্চ ২০২২

কুবিতে ইংরেজি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের ৯ম ব্যাচের  (২০১৪-১৫ সেশন) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্নচূড়া পিকনিক রিসোর্টে বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান ও ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সুস্মিতা সাহা'র সঞ্চালনায় লিবারেল মাইন্ডস,র উদ্যোগে   এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস এবং কো-অর্ডিনেটর হিসেবে  ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা।

এসময় ৯ম ব্যাচের পক্ষ থেকে কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয় ও ডিপার্টমেন্ট জীবনের বিভিন্ন ঘটনা স্মৃতি বর্ণনা করেন।

অনুষ্ঠানের সভাপতি সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, আজকের প্রোগ্রামটা নবম ব্যাচের জন্য ডেডিকেটেড। পাঁচটা বছর শেষ করতে সাত বছর লেগে যায়। স্বীকৃতির চিহ্ন, অনুভূতি, ভালোবাসা ছাড়া চলে যাওয়া খুবই কষ্টকর। বিভাগে বিভিন্ন কারণে দীর্ঘদিন যাবত আমাদের প্রোগ্রামগুলো হয়নি। তারপরও আমরা চেষ্টা করেছি ছোট্ট পরিসরে হলেও জিনিসটা শুরু করতে।

অনুষ্ঠানের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক শারমিন সুলতানা বলেন, বিভিন্ন কারণে বিদায়ী ব্যাচদের বিদায় সংবর্ধনা দেয়া হচ্ছিলো না, আমরা বিদায়ী ব্যাচকে সংবর্ধনা দেয়ার প্রথাটা আবার চালু করছি। আশাকরি, এখন থেকে প্রতি ব্যাচকে এই সংবর্ধনা দিব।

এসময় আরো উপস্থিত ছিলেন  সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. হারুন, সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, লিবারেল মাইন্ডস'র কনভেনর সহকারী অধ্যাপক রেনেসাঁ আহমেদ সায়মা, প্রভাষক তারিন বিনতে এনাম, প্রভাষক শাহিদা আফরিন,  প্রভাষক কাজী ফাকেরা নওশিনসহ  বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

এছাড়াও বিদায়ী সংবর্ধনা শেষে বিকেলে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনিউজ/খালেদুল হক /এসডিপি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সর্বশেষ