Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১, ২৬ মার্চ ২০২২
আপডেট: ২০:২০, ২৬ মার্চ ২০২২

শাবি ছাত্রলীগের মহান স্বাধীনতা দিবস পালন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ উপলক্ষ্যে ২৬ মার্চ (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং ১০টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শনিবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে শাবি শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান ও সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ এ বিষয়ে জানান। 

এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাবি  ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান,সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আব্দুল্লাহ আল রোমান,সাবেক গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক ফারহান রুবেল, ছাত্রলীগ নেতা তারেক হালিমী,রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন,সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, ছাত্রলীগ নেতা সুমন সরকার, সমাজ বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম ও ফজলুল হক, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি  মো. সাজ্জাদ হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি রেজাউল হক সিজার,লোক প্রশাসন বিভাগের সহ সভাপতি ইমামুল হোসেন হৃদয়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, শামীম রানা, মো. মোস্তফা সাজ্জন, এস এম সবুজ মিয়াসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

আইনিউজ/জি এম ইমরান/এসডিপি 

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ