Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ জুন ২০২৫,   আষাঢ় ১২ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৭:২৭, ৮ আগস্ট ২০২৪

একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে আজকে থেকে

২০২৪ সালের একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে আজকে থেকে। পূর্বের নিয়মে যথাসময়ে যথা কার্যক্রমে এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। 

গত ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হয়েছিল এসএসসি পরীক্ষা ২০২৪। আর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন স্বতঃস্ফূর্তভাবে এবং শেষ হয় মার্চের মাঝামাঝি সময়। আর প্রতিবারের মতো এবারও অনলাইন পদ্ধতিতে ভর্তি শুরু হয়েছিল। তবে পূর্বের থেকে ২০২৪ সালের ভর্তি পদ্ধতি ছিল অনেকটাই আলাদা কিন্তু আধুনিক। ২৬ মে থেকে ১১ জন পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম চালু ছিল। এছাড়াও তিন ধাপে অনুষ্ঠিত হয় ভর্তি কার্যক্রম। 

এরপর শিক্ষার্থীরা ম্যানুয়াল ভাবে ভর্তি হতে পারছে এখন পর্যন্ত। মূলত কোটা সংস্করণ আন্দোলনের কারণে ম্যানুয়াল ভাবে ভর্তি কার্যক্রমও বন্ধ ছিল প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে। তাই এখন পর্যন্ত ভর্তি কার্যক্রমও চলমান রয়েছে এবং পাশাপাশি শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ক্লাস শুরু করতে পারছে। যদিও ক্লাস শুরুর তারিখ ছিল ৩০ জুলাই ২০২৪ থেকে তা পিছিয়ে শুরু হচ্ছে আজ ৮ আগস্ট থেকে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়