শাবিপ্রবি প্রতিনিধি
শাবি কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

শাবি কর্মচারী ইউনিয়নের অভিষেক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্মচারী ইউনিয়নের সভাপতি রমজান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ আহমেদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী, অতিরিক্ত হিসাব পরিচালক মুর্শেদ আহমদ, উপ রেজিস্ট্রার (প্রশাসন) আ ফ ম মিফতাউল হক ও কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফারুকুল ইসলাম। এছাড়া এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন, কর্মচারী সমিতি ও পরিবহন কর্মচারী সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ক্যাম্পাসের উন্নয়নে শাবি কর্মচারীদের অবদান রয়েছে। কর্মচারীরা সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এটা আমাদের প্রত্যাশা। কর্মচারীরা বিভিন্ন সময় তাদের দাবিদাওয়া উপস্থাপন করেন। আমরা তাদের যৌক্তিক দাবিদাওয়াগুলো পূরণ করার চেষ্টা করবো। এসময় নতুন কমিটিকে অভিনন্দন জানান তিনি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩