বিনোদন ডেস্ক
ভিকি-ক্যাটরিনার বিয়েতে অতিথিদের জন্য অদ্ভুত শর্ত

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লাতেই বসছে তারকা জুটির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। এরই মধ্যে আমন্ত্রণপত্র পৌঁছেছে অতিথিদের হাতে হাতে। আর তাতে রয়েছে অদ্ভুত শর্ত !
জানা গেছে, দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করবেন ক্যাটরিনা-ভিকি। এবং তাদের কাছে বর-কনের অনুরোধ বিয়েবাড়িতে যেন কেউ মোবাইল ফোন ব্যবহার না করে।
অর্থাৎ বিয়ের ভেন্যুতে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল না নিয়ে প্রবেশের এই শর্ত আরোপ করা হবে তারকা জুটির সুপারস্টার বন্ধুদের উপরও!
আরও পড়ুন : সেরা পাঁচ হরর মুভি
রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্ট কর্তৃপক্ষ ও ইভেন্ট ম্যানেজমেন্টকেও এ বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। এমনকি যারা বিয়ের ছবি তুলবেন তারাও ক্যাটরিনা ও ভিকির অনুমতি ছাড়া ছবি আপলোড করতে বা অন্য কাউকে দিতে পারবেন না।
ভিকি-ক্যাটরিনার এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ‘বিয়ের দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। স্বাভাবিকভাবেই দুজনে চাইছেন তাদের অনুমতি ছাড়া যেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে।
আরও পড়ুন : বলিউডে অজয় দেবগনের তিন দশক
ভিকি-ক্যাটরিনার বিয়ের অতিথিদের তালিকায়ও করণ জোহর, আলি আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালালসহ আরও অনেকেই রয়েছেন বলে জানা গেছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
এ বিয়েটা যেন ঠিক যেন রব নে বানাদি জোড়ি! পূর্ণতা পাচ্ছে ভিকি-ক্যাটরিনার প্রেম। অপেক্ষা আর দিন কয়েকের। ক্যাটরিনা এরই মধ্যে কাজ থেকে ছুটি নিয়েছেন বিয়ের প্রস্তুতির জন্য। তবে এখনও পর্যন্ত এই বিয়ের কথা নিশ্চিত করা হয়নি তারকা জুটির তরফে। কিন্তু এই পরিস্থিতির সঙ্গে বেশ পরিচিত অনুরাগীরা। বিরাট-আনুষ্কা থেকে বরুণ-নাতাশা, বিয়ের কথা নিজেদের মুখে আগেভাগে কেউই জানাননি।
আইনিউজ/এসডিপি
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
- আগামীকাল লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর
- র্যাবের নজরে আরও ডজনখানেক মডেল-অভিনেত্রী
- বৃহস্পতিবার অভিনেতা অপূর্বের বিয়ে
- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সেলিম চৌধুরী
- চিত্রনায়ক শাহিন আলম এখন কাপড় ব্যবসায়ী
- সমরজিৎ রায়ের ‘মেঘবালিকা’ গানে প্রথমদিনেই বাজিমাত, দর্শকমুগ্ধতা
- রণেশ ঠাকুরের ঘরে আগুন: গানের মাধ্যমে সঙ্গীত শিল্পী প্রীতমের প্রতিবাদ
- ৭৭ বছর বয়সী অভিনেতা প্রবীর মিত্রের করোনা জয়
- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর