আই নিউজ ডেস্ক
জেলেনস্কি জার্মানিতে পৌঁছেছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এক সরকারী সফরে বার্লিনে তার আগমনের ঘোষণা দিয়েছেন। তিনি রোমে পোপ ফ্রান্সিস এবং ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকের পর রোম থেকে জার্মানি আসেন।
জেলেনস্কি টুইটারে বলেন, তিনি ইতোমধ্যেই বার্লিনে পৌঁছেছেন। তিনি সেখানে অস্ত্র, শক্তিশালী গোলাবরুদের প্যাকেজ, বিমান প্রতিরক্ষা, পুনর্গঠন এবং সেইসাথে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগদানের বিষয় নিয়ে আলোচনা করবেন।
জার্মান সরকার শনিবার ঘোষণা করেছে, ইউক্রেনের জন্য তারা ২.৭ বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এসব প্যাকেজে ৩০টি লেপার্ড-১ ট্যাঙ্ক, সাঁজোয়া যান, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে।
জার্মানিতে জেলেনস্কির কার্যসূচি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে, স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুসারে, তিনি সকালে চ্যান্সেলর ওলাফ শলৎস এবং জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি জার্মানির পশ্চিমাঞ্চলীয় নগরী আচেন যেতে পারেন। সেখানে এই বছর ইউরোপীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টার জন্য তাকে ও ইউক্রেনীয় জনগণকে সম্মানসূচক শার্লেমেন পুরস্কারে ভূষিত করছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির আচেনের অনুষ্ঠানে যোগ দানের কথা রয়েছে।
আইনিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে