নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫, ২৩ মে ২০২০
আপডেট: ১০:২১, ২৩ মে ২০২০
আপডেট: ১০:২১, ২৩ মে ২০২০
রিবন্ডিং করা চুলের যত্ন নিবেন যেভাবে

টানটান ঝলমলে চুল কে না চায়।হালের ফ্যাশনে সোজা চুলের কদর খুবই বেশি।আর তাই বিউটি পার্লারগুলোতেও চুলের রিবন্ডিং এর জন্য ভিড় চোখে পরার মতো।তবে রিবন্ডিং চুল দেখতে যেমন আকর্ষনীয় তেমনি এর রক্ষণাবেক্ষনও সমান গুরুত্বপূর্ণ।রিবন্ড করা চুল যত্নের অভাবে ভেঙে যায়,হয় রুক্ষ।এ জন্য প্রয়োজন সঠিক যত্নের।
আর এ বিষয়ে পরামর্শ দিতে আইনিউজের সাথে যুক্ত হয়েছিলেন সিলেটের স্বনামধন্য রূপবিশারদ মোহসি-উন-নাহার রিগেলিয়া।
রিবন্ডিং করা চুলের যত্নের বিষয়ে তার পরামর্শগুলো আই নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
রিবন্ডিং করা চুলের যত্ন নিবেন যেভাবে-
-
রিবন্ডিং করার ৩ দিন পর্যন্ত চুল শ্যাম্পু অথবা পানিতে ভেজানো যাবে না।এমনকি এ সময় কোনো প্যাক ব্যবহার করাও চুলের জন্য ক্ষতিকর।
-
একবার চুল ধোয়ার আগে প্রাকৃতিক প্যাক চুলে ব্যবহার করুন।এরপর শাওয়ার ক্যাপ বা তোয়ালে দিয়ে মাথা কিছুক্ষণ ঢেকে রাখুন।এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
-
অথবা শ্যাম্পু করার আগে রাতে নারিকেল তেল বা অলিভ অয়েল চুলে ও স্কাল্পে ম্যাসাজ করে নিন।এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার দিবেন।
-
সপ্তাহে কমপক্ষে তিনবার শ্যাম্পু করুন।কারণ রিবন্ডিং চুল খোলা রাখায় দ্রুত ময়লা হয়।
-
নিয়মিত করা ভূলগুলোর মধ্যে ভেজা চুল আঁচড়ানো অন্যতম।অনেকেই গোসলের পর ভেজা চুল আঁচড়িয়ে থাকেন।ভেজা অবস্থায় চুল নরম থাকে তাই চুল আঁচড়ালে চুল খুব সহজে চিরুনিতে উঠে আসে।যদি চুল আঁচড়ানোর খুব বেশি প্রয়োজন হয় তবে চুলের মাঝে আঙুল চালিয়ে নিতে পারেন। অনেকক্ষণ ভেজা টাওয়েল বা গামছা পেচিয়ে রাখার কারণে চুলের গোঁড়া দূর্বল হয়ে যায়,সেদিকটা খেয়াল রাখতে হবে।
-
মোটা দাড়ের চিরুনি দিয়ে কিছুক্ষণ চুল আঁচড়াবেন।মোটা দাড়ের চিরুনি আঁচড়ালে চুল কম ছেঁড়ে এবং চুলের ওপর চাপও কম হয়।
-
নিয়মিত হেয়ার সিরাম ব্যবহার করুন।নিয়মিত হেয়ার সিরাম ব্যবহার চুল ভেঙে যাওয়া রোধ করবে।
-
সরাসরি সূর্যের তাপ, ধুলাবালি, বৃষ্টি যতটা সম্ভব এড়িয়ে চলুন। বৃষ্টির পানি লাগলে যত দ্রুত সম্ভব চুল ধোয়ার চেষ্টা করবেন।চুল রিবন্ডিং অথবা স্ট্রেইট করার পর চুলে মেহেদী বা হেনা ব্যবহারে বিরত থাকুন।রিবডিং চুলে কলপ লাগাবেন না।
-
রাতে শোয়ার সময় চুল গুছিয়ে শোবেন।চুল হেয়ারব্যান্ড দিয়ে হাল্কা করে বেঁধে ঘুমান।চুলে বেণী অথবা বেণীর মতো হেয়ারস্টাইল করা থেকে বিরত থাকুন।
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?
সর্বশেষ
জনপ্রিয়