Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৯:৩৪, ২ নভেম্বর ২০২৩
আপডেট: ২১:০৬, ২ নভেম্বর ২০২৩

ব দিয়ে নামের তালিকা অর্থসহ

দৈনিন্দন জীবনের বিভিন্ন প্রতিবেদনে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ব দিয়ে নামের তালিকা অর্থসহ। তারা এই অক্ষর দিয়ে নামের তালিকা খুঁজতেছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনারা এই আর্টিকেল মাধ্যমে খুঁজে পাবেন আপনার প্রিয় বাবুর ছেলে মেয়ে উভয়ের নাম সম্পর্কে। আলোচনা করা হচ্ছে আরো অর্থসহ। আপনারা একই আর্টিকেলে পাচ্ছেন হিন্দুদের নাম অর্থসহ। অর্থাৎ আপনারা এই আর্টিকেল এর মধ্যে যাবতীয় দিয়ে নাম শুরু এমন নাম গুলো পাবেন খুব সহজেই। তাহলে নিচে থেকে এই নামের তালিকা আমরা দেখে নাই।

ছেলেদের ব দিয়ে নামের তালিকা অর্থসহ

আপনারা যারা ছেলেদের নাম এ অক্ষর দিয়ে খুজতেছেন তারা নিজে থেকে এর নাম দেখে নিন। আমাদের দেশে অনেক ছেলেদের নাম এই অক্ষর দিয়ে রয়েছে কিন্তু যারা আনকমন নাম করছেন তাদের জন্য আমাদের এই আর্টিকেল থেকে দেখে দিতে পারেন।

  • বিদিত    বুদ্ধিমান
  • বিরল    দুর্লভ, দুষ্প্রাপ্য
  • বিশেষ    গুরুত্বপূর্ণ, জরুরি বা প্রয়োজনীয়
  • বদ্রীপ্রসাদ    বদ্রীর উপহার
  • বিখ্যাত    যাঁকে সবাই জানে ও চেনে, প্রসিদ্ধ
  • বচন    প্রতিজ্ঞা
  • বিদিশ    জ্ঞান, শিক্ষা
  • বিদিত    ইন্দ্রের ন্যায় শক্তি থাকে যার, দেবরাজ
  • বলরাম    গুরুতর, উদার, সক্রিয়, শ্রীকৃষ্ণের অগ্রজ
  • বিপুল    সম্ভার, প্রাচুর্য
  • বিকাশ    ক্রমবিকাশ, উন্নয়ণ
  • বিহঙ্গ    পাখি, মুক্ত–স্বাধীন হওয়ার ইচ্ছা রাখে যে
  • বিক্রম    পরাক্রম বা সাহস, প্রসিদ্ধি বা খ্যাতি
  • বিভান    প্রাণবন্ত, উদীয়মান সূর্যারশ্মি
  • বাসুদেব    শ্রেষ্ঠ, ভগবান কৃষ্ণ
  • ব্যোম    আকাশ, অনেক উঁচু
  • বনিত    বনের, প্রিয়
  • বিধাত্র    জ্ঞান, নির্মাতা বা স্রষ্ঠা
  • বিমল    পবিত্র, বেশ আকর্ষণীয়
  • বেদার্থ    বেদের অর্থ, বেদের জ্ঞান
  • বৈদিক    চেতনা, আধ্যাত্মিকতা
  • বহ্নি    অগ্নি বা আগুন
  • বিদ্যুৎ    তড়িৎ, বিজলি, আলোক
  • বাদিন    প্রবক্তা বা মুখপাত্র, জন্ম প্রভাষক
  • বীরংশ    বীরত্বপূর্ণ, সাহস, যোদ্ধা
  • বীরবান    সাহসী, শক্তিশালি
  • বিদেশ    অন্য দেশ, বিভুঁই
  • বদান্য    উদার, দানশীল, প্রিয়ভাষী
  • বিপ্র    শক্তি
  • বেদান্ত    সম্পূর্ণ বেদ
  • বেদাংশ    বেদের অংশ বা ভাগ, জ্ঞানের সাগর
  • বিপ্লব    বিদ্রোহ, প্রবাহ, স্বতন্ত্র
  • বিশ্বজ    পৃথিবী, বিশাল, পবিত্র
  • বিহান    সকাল, প্রভাত
  • ভূতনাথ    শিবের আরেক নাম, জীবাত্মা
  • বিভোর    আনন্দিত, মগ্ন
  • বিশ্রুত    প্রসিদ্ধ, প্রখ্যাত
  • বিশ্বশ্রেষ্ঠ    বিশ্বের সর্ব শ্রেষ্ঠ যে, সর্বাধিক জ্ঞানী
  • বিশ্বজিৎ    বিশ্বকে জয় করেছে যে, শক্তিশালী
  • বন্দন    প্রণাম, স্তুতি, স্তব
  • বিতান    বাগান

আরো ছেলেদের ব দিয়ে নামের তালিকা

  • বৈশান্ত    শান্ত, উজ্জ্বল তারা
  • বংশী    বাঁশি, বেণু
  • বৈশ্বিক    বিশ্বব্যাপী, সম্পূর্ণতা
  • বিভাস    উজ্জ্বল প্রকাশ, আলো
  • বিভূ    বিশ্বেশ্বর, অনন্ত
  • বেদ    জ্ঞান, আধ্যাত্মিক
  • বিভাবসু    অগ্নি, শিখা
  • বিস্ময়    চমৎকার, আশ্চর্য
  • বিধি    ঈশ্বর, সৃষ্টিকর্তা
  • বিরূপাক্ষ    মহাদেবের আরেক নাম
  • বসন্ত    ঋতুরাজ, এক প্রকার রাগ
  • বৎসল    স্নেহশীল, সজ্জন
  • বিদ্বান    জ্ঞানী, প্রাজ্ঞ
  • বিহান    সকাল, প্রভাত
  • বাদল    বৃষ্টি, মেঘ
  • বিশ্ব    সংসার, সৃষ্টিসংক্রান্ত, ধরিত্রী
  • বিভব    গৌরব, ঐশ্বর্য, সম্পত্তি
  • বন্দিত    সম্মানিত ব্যক্তি, পূজনীয়
  • বাচস্পতি    জ্ঞানী ব্যক্তি
  • বাহুবলী    যোদ্ধা, শক্তিশালী, শক্তি
  • বুদ্ধ    উদ্বুদ্ধ, গৌতম বুদ্ধ
  • বালভদ্র    কৃষ্ণের দাদা,বলরাম
  • বিমান    ব্যোমযান, আকাশ
  • বজেন্দ্র    জয়ী, সাহসী
  • বালচন্দ্র    অর্ধচন্দ্র
  • বকুল    ফুলের নাম
  • বিশ্বাবসু    গন্ধর্বদের রাজা
  • ভিষ্ম    ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ ব্যক্তি
  • বিবিধ    বিভিন্ন প্রকার, নানারকম
  • বরুণ    সূর্য, সমুদ্রের অধিপতি দেবতা
  • বৈভব    মহিমা, ঐশ্বর্য, বিভূতি
  • বভ্রূ    মহাদেবের আরেক নাম
  • বরদান    আশীর্বাদ, শুভকামনা
  • বংশ    পরিবার, বৃদ্ধি
  • বিভূষণ    মাধুর্য, সৌন্দর্য, চারুতা
  • বিভূতোষ    শিবের আশীর্বাদপ্রাপ্ত
  • ব্যোমকেশ    আকাশ
  • বাণীব্রত    সুন্দর কথা বলাই যার ধর্ম
  • বিপ্রজিত    যে শক্তিকে জয় করেছে, খুব শক্তিশালী
  • বিভাকর    চাঁদের মত স্নিগ্ধ, কোমল
  • বৈদূর্য    বৈদূর্য মুণি, সম্পদ
  • বিঘ্নেশ    সমস্যা সমাধানকারী, সবচেয়ে শ্রেষ্ঠ
  • বিনায়ক    ভগবান গণেশের ন্যায় জ্ঞানী এবং শক্তিতে পরিপূর্ণ
  • বিষাণ    ভগবান বিষ্ণুর অপর নাম
  • বিনয়    নম্রতা, বন্ধুত্বপূর্ণ
  • বিশাল    প্রকট, বড়, শক্তিমান
  • বিনোদ    খুশী, হাস্যময়
  • বর্ণাভ    রামধনু
  • বিক্রান্ত    সাহস, বল

মেয়েদের ব দিয়ে নামের তালিকা অর্থসহ

আমাদের দেশে ছেলেদের যেমন ব দিয়ে অনেক নাম রয়েছে ঠিক তেমনভাবে ব দিয়ে মেয়েদের অনেক নাম রয়েছে। যারা এই নামের তালিকা দেখতে চান তারা নিচে থেকে অবশ্যই দেখে নেবেন।

  • বরুণী    দেবী দুর্গা
  • বিনীতা    বিনয়াণ্বিত, শান্ত
  • বৃদ্ধি    বিকাশ, প্রগতি
  • বরখা    জীবনদানকারিণী, বৃষ্টি
  • বানিয়া    আল্লার উপহার, মুক্তো
  • বাহার    বসন্ত
  • বৃন্দা    তুলসী, শ্রীরাধিকার দূতী
  • বৈশাখী    বিশাখা নক্ষত্র যুক্ত পূর্ণিমা
  • বিচিত্রা    বৈচিত্র
  • বসীমা    খুব সুন্দর, আকর্ষণীয়
  • বুশরা    সুসংবাদ, শুভ নিদর্শন
  • বাহা    সৌন্দর্য, তেজ, ধার্মিকতা
  • বানো    মহিলা, রাজকুমারী
  • বিবি    সম্ভ্রান্ত মহিলা
  • বাদিয়া    সুরুচিপূর্ণা ,মার্জিত
  • বালিয়া    উত্তরাধিকারিণী
  • বাদ্রা    পূর্ণ চাঁদ
  • বসুধা    পৃথিবী
  • বহ্নিশিখা    আগুনের শিখা
  • ভূমিজা    ভূমিতে জন্ম যার, দেবী সীতার আরেক নাম
  • বিশালাক্ষী    দেবী দুর্গা
  • বিনায়িকা    বিশিষ্ট নায়িকা
  • বৃতি    বরণ, প্রার্থনা, পুষ্পের বহিরাবরণ
  • বিপাশা    পাঞ্জাবের একটি নদীর নাম
  • বিজয়লক্ষ্মী    বন্ধুত্বপূর্ণ, উদার, আনন্দদায়ক
  • বামা    সুন্দরী নারী, দেবী দুর্গা, দেবী লক্ষ্মী
  • ভদ্রিকা    উদার, সদাশয়, শুভলক্ষণযুক্তা
  • ভাগ্যশ্রী    সৌভাগ্যশালী, দেবী লক্ষ্মী
  • বর্তিকা    চিত্রভান্ড
  • বনিতা    নারী, ভার্যা, পত্নী, প্রিয়া
  • ব্রততী    লতা
  • বৈতালী    প্রত্যূষ, ঊষালগ্ন
  • বুলবুল    সুন্দর গান গাওয়া পাখি
  • বৈদভী    বিদর্ভের প্রচলিত রীতি
  • বিপুলা    প্রাচুর্য, ধরণী
  • ভরণী    একটি নক্ষত্র বিশেষ
  • বিভাবরী    রজনী, তারকাময় রাত্রি
  • ভক্তি    শ্রদ্ধা, ঈশ্বর বা পূজনীয় ব্যক্তির প্রতি অনুরাগ
  • ভরসা    আস্থা, আশা
  • বাসন্তী    দুর্গার আরেক নাম, একটি রঙ বিশেষ, বসন্তকালীন
  • ভাব্যা    দেবী দুর্গার অষ্টত্তর শত নামের একটি নাম
  • ভৈরবী    ক্লাসিকাল সঙ্গীতের একটি সুর, দেবী দুর্গা, দেবী কালির একটি রূপ
  • বিধি    দৈব, ভাগ্য, উপায়
  • বর্ষা    বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী গ্রীষ্মের পরবর্তী ঋতু, বাদল ধারা
  • বীথিকা    উভয়পার্শ্বে বৃক্ষসারি যুক্ত পথ বিশেষ
  • বৈদর্ভী    বিশ্বনাথ কবিরাজের স্বীকৃত চারটি রীতির একটি হল বৈদর্ভী
  • বীর্যশালিনী    পরাক্রমশালী, প্রভাবশালী
  • বেণী    নারীর সুন্দর কেশবিন্যাস
  • ভাবনা    বিবেচনা, চিন্তা, ভাল অনুভূতি
  • বর্ষীষ্ঠা    সবথেকে বড়, প্রাচীনা
  • ভাগ্যলক্ষ্মী    ধনের দেবী
  • বন্যা    প্রবল স্রোতের জলপ্লাবন, বান
  • বৈষ্ণবী    বিষ্ণুর উপাসক (স্ত্রীলিঙ্গে)
  • বহ্নি    আগুন
  • বৃষ্টি    মেঘ থেকে জলবর্ষণ
  • বৈজন্তী    একটি ফুলের নাম
  • বসুন্ধরা    পৃথিবী
  • বেহুলা    লক্ষীন্দরের স্ত্রী, সাধ্বী স্ত্রী চরিত্র
  • বনলতা    বনের লতা, এই নামটি জীবনানন্দ দাশের এক বিখ্যাত কাব্য চরিত্র
  • ভবানী    শিবপত্নী দেবী দুর্গা, বিজয়িনী
  • বজ্রেশ্বরী    বজ্রপাত থেকে রক্ষাকারিণী দেবী
  • ভূমি    মৃত্তিকা, সীতাদেবীর আরেক নাম
  • বিভূষিতা    বিশেষভাবে সজ্জিতা, অলংকৃতা
  • বিশিষ্ঠা    অনন্যা
  • ভূমিকা    সূচনা, অবদান
  • বৈকুণ্ঠ্যা    স্বর্গ থেকে
  • বন্দনা    আরাধনা, উপাসনা
  • বৈজয়ন্তী    পতাকা, মালা, ধ্বজা, ভগবান বিষ্ণুর গলার মালা
  • ভাবা    ভাবনা, চিন্তা করে যে
  • বিনয়বনতা    বিনয়ের সঙ্গে
  • বল্লরী    মুকুল, মঞ্জরি
  • ভ্রিতি    শক্তিশালী, স্নেহকারিণী
  • বিশ্বাত্মা    কাল ও প্রবাহমান সময়, পরমাত্মা
  • ভামা    চনমনে, প্রসিদ্ধা, সুন্দরী নারী, আগ্রহী মহিলা
  • বিভূষণা    অলংকার, শোভা
  • বিজয়া    জয়, আশীর্বাদধন্যা, দুর্গার এক সখী
  • ব্রাহ্মণী    একটি নদীর নাম, ব্রাহ্মণের পত্নী
  • ভুবনমোহনী    ভুবনকে মোহিত করে যে নারী
  • বৈভবী    ঐশ্বর্যশালী, মহামান্বিত
  • বিষ্ণুপ্রিয়া    ভগবান বিষ্ণুর স্ত্রী (লক্ষ্মী দেবী)
  • বিহ্বলা    অভুভূতা, বিভোর, অবাক হওয়া
  • বীথি    পুষ্প গুচ্ছ
  • বর্ণলিপি    লিপি
  • বিভা    আলো, উজ্জ্বল, সুন্দর, মেধাবী
  • বেথিনা    ঈশ্বরের প্রতিজ্ঞা
  • বৈরণী    দক্ষের স্ত্রী
  • ববিতা    ছোট্ট মেয়ে, মহৎ, শুদ্ধ
  • বিমলা    পবিত্র, শুদ্ধ
  • বনমালা    চমৎকার মালা
  • বেলা    সুগন্ধি ফুল বিশেষ, সময়
  • বর্ণালী    সূর্যের সাত রঙ
  • বৃংহতি    শক্তিশালী, আলাপচারী, ইন্দ্রলোক ও ভূলোক
  • ভ্রামরী    স্ত্রী মৌমাছিরূপী মা দুর্গা
  • বিদ্যা    জ্ঞান, শিক্ষা
  • বেনীশা    নিবেদিত, চমক
  • বিনোদিনী    আনন্দোচ্ছল কন্যা, শ্রীরাধিকা
  • ভুবনেশ্বরী    দশমহাবিদ্যার অন্যাতমা, পৃথিবীর অধিশ্বরী
  • বৃহস্মিতা    দেবী লক্ষ্মীর অনাবিল হাসি
  • বেদান্তিকা    বেদের অনুসরণকারিণী
  • বাগেশ্রী    দেবী লক্ষ্মী, সৌভাগ্য, একটি রাগের নাম,

ব দিয়ে নামের তালিকা অর্থসহ দেখার পাশাপাশি আরো অন্যান্য সকল আর্টিকেল দেখতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এখানে সকল অক্ষর দিয়ে শুরু নামের তালিকা অর্থসহ প্রকাশ করা হয় থেকে প্রতিদিন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়