Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮, ৮ আগস্ট ২০২২

কবির শহর শিলচরে আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা

বিশ্ব কবিমঞ্চ, সমন্বয় শিলচর, ও আসাম সাহিত্য সভার পক্ষে শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সংস্কৃতি সংঘটক স্বর্ণালি চৌধুরীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এই গুণীজন সংবর্ধনা।

তাপস পাল, ভারত,রামকৃষ্ণ নগর, (৫আগস্ট) স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে ব্রহ্মপুত্র - ডিমাহাসাও এবং  বরাক সংস্কৃতির মহামিলন ঘটলো শিলচরে।

বেতার কেন্দ্রের ঘোষক তথা বাচিক শিল্পী অমিত শিকদারের পৌরহিত্যে এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ট কবি অমিত শিকদার, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্বনামধন্য অধ্যাপক সুমন গুণ, বিশ্ব কবিমঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক পুলক কান্তি ধর  (বাংলাদেশ), করিমগঞ্জের কবি তাপস পাল। 

অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শুভলক্ষ্মী চৌধুরী, "আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে"। আমন্ত্রিত অতিথি অমিত শিকদার, বাংলাদেশের বিশিষ্ট কবি পুলক কান্তি ধর, কবি পীযুষ রাউত,কবি সুশান্ত ভট্টাচার্য, কবি সুমন গুণ, কবি তাপস পাল, সঙ্গীত শিল্পী নীপু শর্মা, বরাককণ্ঠ পত্রিকার সম্পাদক সন্তোষ চন্দকে স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করেন অনুষ্ঠানের অন্যতম আহ্বায়ক তথা আয়োজক কবি স্বর্ণালি চৌধুরী।

এরপর শুরু হয় কবিদের কবিতা পাঠের আসর।একে একে কবিতা পাঠ করেন  স্বর্ণালি চৌধুরী, পীযুষ রাউত, কল্লোল চৌধুরী, মানসী সিনহা,জয়শ্রী ভট্টাচার্য, দোলনচাঁপা দাস পাল, শুক্লা ভট্টাচার্য, অনিতা চৌধুরী, পূরবী নাথ,তাপস পাল,পুলক কান্তি ধর প্রমুখ।কবিতা আবৃত্তি করে শুনান অমিত শিকদার, সুপ্রভা রাজকুমারী। ভাব গম্ভীর এই অনুষ্টানে ডঃ ভূপেন হাজারিকার গাওয়া একখানি গান দ্বৈত কণ্ঠে পরিবেশন করে অনুষ্ঠানের সুন্দরতা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন শিল্পী শুভলক্ষ্মী চৌধুরী ও নীপু শর্মা।

বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) কে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবং লেখকের লেখা বই পদ্মাসেতু, বিপুল সম্ভাবনার অর্থনীতি ও অন্যান্য এবং বাংলাদেশের কবি হাফসা ইসলাম সম্পাদিত "মা" বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

এসময় শিচরের এগারো শহীদের উপর লেখা "উনিশের  পদাবলি " বইটি বাংলাদেশের পাঠকদের উদ্দেশ্যে বিশিষ্ট কবি পুলক কান্তি ধরের হাতে তুলে দেন স্বর্ণালি চৌধুরী ও সুশান্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে  কবি স্বর্ণালি চৌধুরী উপস্থিত সকল সদস্যকে জাতীয় পতাকা ও ত্রিরঙ্গা উত্তরীয় পরিয়ে দেন আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে। সবশেষে সভাপতির সমাপ্তি ঘোষণার পর অনুষ্টানের আহ্বায়ক, আয়োজক,সংস্কৃতি সংঘটক কবি স্বর্ণালি চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়