Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ৪ মে ২০২৩
আপডেট: ১৮:০৪, ১৫ মে ২০২৩

প্রকাশ পেল রোকসানা আক্তারের বই “নিজেরে করো জয়”

“নিজেরে করো জয়” বইয়ের প্রকাশনা উৎসবে লেখিকাসহ আমন্ত্রিত অতিথিরা। ছবি- আই নিউজ

“নিজেরে করো জয়” বইয়ের প্রকাশনা উৎসবে লেখিকাসহ আমন্ত্রিত অতিথিরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুলের শিক্ষিকা রোকসানা আক্তারের বই “নিজেরে করো জয়” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ। 

প্রকাশনা উৎসব সঞ্চালনা করেন মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. তারিকউজ্জামান ভূইঁয়া। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফজলুল আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, লেখক, সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনু। 

আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল হালিম ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান  রুখসানা সুলতানা, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরী, লেখক ও প্রকাশক মহিদুর রহমান প্রমুখ।

প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শরিফুর রহমান। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থ প্রতীম চক্রবর্তী।

এছাড়াও দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক লোকমান মিয়া, স্কুল পরিচালনা কমিটির সদস্য ফাহিম আহমদ চৌধুরী, সৈয়দ বদরুল হক টিটু প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়