Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

সাহিত্য প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩, ১৫ আগস্ট ২০২৩

নক্ষত্র মরে গেছে আলো আছে আজও | ১৫ আগস্ট কবিতা

১৫ আগস্ট কবিতা

১৫ আগস্ট কবিতা

নক্ষত্র মরে গেছে আলো আছে আজও 

তিনি স্বপ্ন দেখেছিলেন এবং জয় করেছিলেন
তাঁর সাহস, দুঃসাহসের পেরেক ঠুকে দিয়েছিল সেই সব মানুষের বুকে
উর্বর পলি সদৃশ যাদের গায়ের রং 
জীবনের ভঙ্গুর স্মৃতি, চিহ্নমাখা অদক্ষ লক্ষ হাতে 
তাঁর একটিমাত্র হুঙ্কারে— দক্ষের মতো চালিত হয়েছে অচেনা স্টেনগান

ইতিহাস বদলে দিয়েছিলেন তিনি, 
বদলে দিতে পারে নি ইতিহাস তাঁকে।

তিনি বিশ্বাস করেছিলে এবং প্রতারিত হয়েছেন
'ওরা (বিপৎগামী সেনাসদস্যরা) আমার সন্তান' বলা পিতাকে তারা
হ ত্যা করেছে নির্দয় সীমারের মতো
তাঁকে বলা হয়েছিল— আপনার ছায়াকে ঘিরছে কালো কিছু ছায়া
আপনার নির্জনতা প্রয়োজন
তিনি উপেক্ষা করলেন
বললেন: আমি চাই দিনমণি, লোকালয়ের সরবতা আর
স্বাধীন দেশের বুকে স্বাধীন মানুষের সুখি সংসার

তিনি সময়ের রুগ্ন পিঠে দাঁড়িয়ে তুরি মেরেছিলেন মরণের মুখে 
যেতে যেতে দিয়ে গেছেন সোনার তরণী তাঁর—
নক্ষত্র মরে গেছে বহুকাল আগে, তবু
আছে আজও স্বপ্নের সম্ভার। 

১৫ আগস্ট ২০২৩


  • লেখক: শ্যামলাল গোসাঁই 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়