Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

মো. কাওছার ইকবাল 

প্রকাশিত: ১১:০২, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কবিতা: ঝরাপাতা পড়ে থাকে না

ঝরা পাতার গান

ঝরাপাতা শুধু পড়ে থাকে না, 
না বলা কথা বলে যায়।
জন্মেছিল সে কুঁড়ি হয়ে, 
বাহারি রূপ ছিল সারা গায়ে
নন্দিত বনে কিংবা রাস্তার পাশে, 
বাড়ির আঙিনায় মাঠে প্রান্তরে।

ঝরাপাতা শুধু পড়ে থাকে না, 
না বলা কথা বলে যায়।
সবুজ পাতায় যেন সুরের মূর্ছনা
তাকালেই মন জুড়িয়ে যায়,
শুকনো পাতার মর্মরধ্বনি
জীবনের কথা বলে যায়। 

জীবন্ত যে, থাকে শত আদরে
হাতের কোমল স্পর্শে দোল খায়।
ঝরাপাতা শুধু পড়ে থাকে না, 
না বলা কথা বলে যায়।

ঝরাপাতা পায়ের চাপে পিষে 
মর্মর শব্দে শুধুই বলে যায় --
এই কি নিয়ম আর রীতি জগতের
আমাকে আদর-আহ্লাদ বুঝি শেষ।
ঝরাপাতা বলে, জাগতিক নিয়ম
যতই থাকো আদরে, ঝরে গেলে সব শেষ। 

ঝরাপাতা শুধু পড়ে থাকে না,
না বলা কথা বলে যায়।


কবি: মো. কাওছার ইকবাল, সাংবাদিক ও গবেষক 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়