Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

হেলাল আহমেদ, আই নিউজ

প্রকাশিত: ১৯:৪৬, ৫ অক্টোবর ২০২৩

সাহিত্যে নোবেল পেলেন সাহিত্যিক জন ফসে

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এবছর সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজিয়ান সাহিত্যিক জন ফসে। জন ফসে একাধারে লেখক ও নাট্যকার। নোবেল কমিটি জানিয়েছে, নিপীড়িত মানুষের কণ্ঠের প্রতিনিধিত্বকারী নাটক এবং কথাসাহিত্যের জন্যই তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল পাঁচটায় সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

গত বছর, ২০২২ সালে সাহিত্যে নোবেল পান ফরাসি লেখক ও অধ্যাপক আনি এর্নো। তার বেশিরভাগ সাহিত্যকর্ম আত্মজীবনীমূলক ও সমাজবিজ্ঞানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ।

এবছর আরো যারা যারা নোবেল পেয়েছেন 
এ বছর পদার্থে নোবেল পেয়েছেন মার্কিন বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। 

মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের র‌য়্যাল সুইডিশ অ্যাকাডেমি পদার্থের নোবেল বিজয়ী হিসেবে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। 

২০২৩ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল জিতেছেন দুই জন। তারা হলেন, কাতালিন কারিকো ও ড্রু ওয়েইজম্যান। নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়, নিউক্লিওসাইড বেজ মডিফিকেশন সংক্রান্ত আবিষ্কারের জন্য চিকিৎসায় ২০২৩ সালের নোবেল পুরস্কার দেয়া হয়েছে। 

নোবেল পুরষ্কার ২০২৩ বিজয়ীদের তালিকা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। ধারাবাহিকভাবে অন্য বিভাগেও বিজয়ীদের নাম প্রকাশ করবে নোবেল কতৃপক্ষ। প্রতিবছর অক্টোবর মাস আসলেই নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে আসছে নোবেল কতৃপক্ষ। আগামী শুক্রবার জানা যাবে এবারের নোবেল বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। 

তবে বিজয়ী ব্যক্তিরা এখনি নোবেল পুরষ্কার পাচ্ছেন না। কারণ, নোবেল বিজয়ীদের হাতে নোবেল পুরষ্কার তুলে দেয়া হবে আলফ্রেড নোবেলের জন্মদিন ২১ অক্টোবর। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়