Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ১৭ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনিদের জন্য কবিতা: আবাবিল

আসন্ন মৃ ত্যু জেনেও উড়ছে আবাবিল 
পাখির মতো নেমে আসছে ঝাঁকে ঝাঁকে, শত্রুপক্ষের আকাশে
অত্যাধুনিক লেজার রশ্মির চোখ ফাঁকি দিয়ে, 
ওরা ফিরবে না জেনেও চলে গেছে শত্রুর ব্যারাকে! 

পদতলে অতল গহ্বর, কবরের মতো ঠেসে ধরতে চায় যেন 
আপন মৃত্তিকা! 
আগুনের আল্পনায় সাজিয়ে ঘরের দাওয়া
মাতাগণ অপেক্ষমাণ— ওদের পুত্ররা ফিরে আসবে—
শরবিদ্ধ পাখির মতো মৃত। 

২৬ আশ্বিন ১৪৩০ 


লেখক: শ্যামলাল গোসাঁই, কবি ও সংস্কৃতিকর্মী 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়